যারা মরে নাই তারাই ঘুমন্ত


যারা মরে নাই তারাই ঘুমন্ত

ডা. জেবুন্নেছা জেবীন


বিজ্ঞান প্রমাণ করেছে

অনন্ত কাল ধরেই মানুষ বেঁচে থাকবে _

সৎ আত্মার শান্তি মিলবে

অসৎ আত্মা যন্ত্রণায় ভুগবে।


নীতি শাস্রের ভাষ‍্য মতে _

মৃত্যুতো এক বোবা মন 

আর অবলা ইন্দ্রিয়ের নাম।


জীবনের পাশে এসে মৃত্যু দাঁড়িয়ে 

শুধুই জীব আত্মাকে নিরব করে দেয়,

এর বেশি কিছুই নয়।


সেদিন অবাধ‍্য অশ্রু ঝরে যাবে 

স্বজনের স্তদ্ধ নিরবতায়।


অণু পরমাণুর সমন্বয় মানুষ 

মৃত্যু তো তার নিস্পত্তি নয়।


আপন শক্তি স্বকীয় স্বত্বায় মানুষ "

চলমান এক "নিউক্লিক এসিড "

শুধু তার হয় রুপান্তর।


সৃষ্টি কুল সেরা

কোটি পরমাণুর একজন মানুষ 

শুধু মরে গেলে আদমশুমারির

গননায় থাকে না,

লাশ বলে তাকে চেনা হয়।

অথচ যারা মরে গেছে তারা জাগ্রত,

যারা মরে নাই তারাই ঘুমন্ত।

Next Post Previous Post