বাংলাদেশ থেকে অল ইন্ডিয়ান হোমিওপ্যাথিক সেমিনারে অংশগ্রহণের সুযোগ

 উপমহাদেশের প্রাচীনতম হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান কলকাতা হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের শতবর্ষ উদযাপন উপলক্ষে ২ (দুই) দিন ব্যাপী এক আন্তর্জাতিক সেমিনারের আয়োজন করা হয়েছে। 

আগামী ৭ ও ৮ নভেম্বর ২০২২ ভারতের কলকাতায় ২ (দুই) দিন ব্যাপী “অল ইন্ডিয়ান হোমিওপ্যাথিক সেমিনার” অনুষ্ঠিত হবে।

সেমিনারে অংশগ্রহণ করতে আগ্রহী বাংলাদেশী হোমিওপ্যাথিক চিকিৎসকগনকে আগামী ১০ অক্টোবর ২০২২ তারিখের মধ্যে এসএমএসের মাধ্যমে অথবা সরাসরি ফোন করে Dr.A.Mozid-- 01552-317500 / Dr.Tariqujjaman Shohel-- 01733-141234 নিকট নাম, পাসপোর্ট নাম্বার ও মোবাইল নাম্বারসহ যোগাযোগ করতে অনুরোধ করা হয়।

ডেলিগেট ফি :  ২৫০০/- রুপি (অনাবাসিক)।

ভিসা,আসা-যাওয়া ও থাকা-খাওয়াঃ নিজ দায়িত্বে ব্যবস্হা করতে হবে ।

বাংলাদেশ থেকে আগামী ০৪/১১/২২ তারিখে একটি গ্রুপ ঢাকা থেকে কোলকাতা উদ্দেশ্যে (ট্রেনে) যাত্রার সম্ভাবনা রয়েছে, ভিসাধারী ও আগ্রহী চিকিৎসকগন যোগাযোগ করতে পারেন। 

বিস্তারিত সেমিনারের ব্রুশিয়রে উল্লেখ রয়েছে।

বিঃদ্রঃ অল ইন্ডিয়ান হোমিওপ্যাথিক সেমিনারে বাংলাদেশ থেকে অংশ নেয়া হোমিওপ্যাথিক চিকিৎসকদের টিম লিডার সূত্র জানায়, এ বিষয়ে ব্যক্তিগতভাবে কারো সাথে যোগাযোগ করা হবে না। 

Next Post Previous Post