দেশের হোমিওপ্যাথিক সমাজ আজ ঐক্যবদ্ধ
হোমিওপ্যাথিক চিকিৎসকদের হয়রানি বন্ধ ও হোমিওপ্যাথি চিকিৎসা শিক্ষা আইন বাস্তবায়নের দাবি জানিয়েছে হোমিওপ্যাথিক চিকিৎসার স্বার্থ সংরক্ষণ জাতীয় কমিটি।
শনিবার (৩ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সদস্য সচিব ডা. শেখ মো. ইফতেখার উদ্দিন।
সম্মেলনে জানানো হয়, সারা দেশে ৫ লক্ষাধিক চিকিৎসক, শিক্ষক, ব্যবসায়ী ও ছাত্রছাত্রী আজ ঐক্যবদ্ধ। অনতিবিলম্বে চিকিৎসা শিক্ষা আইন-২০২১ বাস্তবায়ন ও চিকিৎসকদের হয়রানি বন্ধ না হলে আমরা কঠিন আন্দোলনে যেতে বাধা হব। তারা প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট দপ্তরকে দাবি বাস্তবায়নের আহ্বান জানান। তারা বলেন, হোমিও চিকিৎসকরা আজ সংকটপূর্ণ অবস্থার মধ্যে দিনযাপন করছেন। হোমিও চিকিৎসকরা তাদের নামের পূর্বে ডাক্তার দেখার কারণে গ্রেফতার, মামলাসহ নানা হয়রানির শিকার হচ্ছেন।
সংবাদ সম্মেলনে সভাপতি করেন সংগঠনের আহ্বায়ক ডা. সাখাওয়াত ইসলাম ভূঞা। এ সময় উপস্থতি ছিলেন- বাংলাদেশ হোমিওপ্যাথিক বোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ডা. আশীষ শংকর নিয়োগী, রেজিস্ট্রার ডা. জাহাঙ্গীর আলম, হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ডা. কামারুজ্জামান, হোমিও বোর্ড সদস্য আবদুর রাজ্জাক তালুকদার ও কায়েম উদ্দিন, ডা. অসীম কৃষ্ণ চৌধুরী প্রমুখ।