ডিএইচএমএস প্রথম বর্ষের স্পেশাল সাজেশন ২০২২ : মেটেরিয়া মেডিকা
(দ্রষ্টব্য : যে কোন পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে। সকল প্রশ্নের মান সমান।)
বিষয় : মেটেরিয়া মেডিকা
প্রথম বর্ষ। বিষয় কোড-১০৩
১। (ক) হোমিওপ্যাথিক মেটেরিয়া মেডিকার সংঙ্গা দাও । ইহার শ্রেণিবিন্যাস কর।
(খ) "মেটেরিয়া মেডিকা ব্যতীত হোমিওপ্যাথিক চিকিৎসা সম্ভব নয়” ব্যাখ্যা কর।
(গ) তোমার পাঠ্য তালিকা হতে দশটি ঔষধের পূর্ণনাম লিখ।
২। (ক) পডোফাইলাম জয়ার কে? ইহার ইহার নির্দেশক লক্ষণসমূহ লিখ ।
(খ) উদরাময়ে পডোফাইলাম ও ক্রোটনটিগের তুলনা কর।
(গ) পডোফাইলামের অনুপূরক ঔষধ ও হ্রাস-বৃদ্ধি লিখ।
৩। (ক) এন্টিম ক্রুডের উৎস ও ক্রিয়াস্থল লিখ।
(খ) ইহার ধাতুগত লক্ষণসমূহ লিখ।
(গ) শ্বাসতন্ত্রের পীড়ায় এন্টিম টার্টের ব্যবহার লিখ।
৪। (ক) আর্সেনিকের মানসিক লক্ষণসমূহ লিখ।
(খ) কলেরায় আর্সেনিকের ব্যবহার লিখ।
(গ) ইহার রাসায়নিক সংকেত ও হ্রাসবৃদ্ধি লিখ।
৫। (ক) সিনার শিশু চরিত্র লিখ।
(খ) কৃমিতে সিনার ব্যবহার লিখ।
(গ) দিনার উৎস ও ক্রিয়াস্থল লিখ।
৬। (ক) এনিয়াম সেপার সর্দির লক্ষণসমূহ লিখ।
(খ) নাসিকার অর্বুদে ইহার ব্যবহার লিখ।
(গ) ইহার হ্রাস-বৃদ্ধি ও অনুপূরক ঔষধের নাম লিখ।
৭। (ক) নাক্স ভমিকার নির্দেশক লক্ষণসমূহ লিখ।
(খ) পরিপাকতন্ত্রে ইহার ব্যবহার লিখ।
(গ) ইহার ক্রিয়াস্থল ও হ্রাস-বৃদ্ধি লিখ।
৮। (ক) মেটেরিয়া মেডিকা বলতে কি বুঝ? ইহা পাঠে লিখ।
(খ) হোমিওপ্যাথিক ও এলোপ্যাথিক মেটেরিয়া মেডিকার মধ্যে পার্থক্য লিখ।
(গ) হোমিওপ্যাথিক ঔষধের উৎসগুলি সম্পর্কে লিখ।
৯। (ক) ব্রায়োনিয়ার প্রভার কে ? ইহার নির্দেশক লক্ষণগুলি লিখ।
(খ) বাত রোগে ব্রায়োনিয়া ও রাসটক্স এর মধ্যে তুলনা কর।
(গ) ইহার হ্রাস-বৃদ্ধি ও অনুপ্ররক ঔষধের নাম লিখ।
১০। (ক) ইসুজার চারিত্রিক লক্ষণসমূহ লিখ।
(খ) শিশু উদরাময়ে ইসুজার ব্যবহার লিখ।
(গ) ইহর উৎস এবং হ্রাস-বৃদ্ধি লিখ।
১১। (ক) চেলিডোনিয়ামের উৎস ও রিয়াল লিখ।
(খ) ইহার চরিত্রগত লক্ষণ লিখ।
(গ) যকৃত পীড়ায় ইহার ব্যবহার লিখ।
১২। (ক) এপিস মেলের প্রভার কে? ইহার বিনাস্থল লিখ। (খ) মূত্রতন্ত্রের উপর ইহার ক্রিয়া বর্ণনা কর।
(গ) ইহার নির্দেশক লক্ষণসমূহ লিখ ।
১৩। (ক) আর্নিকার উৎস ও ত্রিয়াস্থল লিখ।
(খ) টাইফয়েড জ্বরে ইহার লক্ষণ বর্ণনা কর।
(গ) আঘাতজনিত পীড়ায় ইহর ব্যবহার লিখ।
১৪। (ক) চায়নার প্রভারের নাম লিখ। ইহার ক্রিয়াপুল লিখ।
(খ) রক্তস্রাবে ইহার ব্যবহার লিখ।
(গ) পরিপাকতন্ত্রে ইহার ব্যবহার লিখ।
১৫। (ক) রাস টক্সের ধাতুগত লক্ষণ বর্ণনা কর।
(খ) রাস টক্সের চরিত্রগত লক্ষণ বর্ণনা কর।
(গ) গ্ল্যান্ডের উপর রাস টক্সের কার্যকারিতা বর্ণনা কর
১৬। (ক) বেলেডোনার ধাতুগত লক্ষণ বর্ণনা কর।
(থ) টনসিলাইটিসে ইহার ব্যবহার লিখ।
(গ) ইহার অনুপূরক ও ক্রিয়ানাশক ঔষধের নাম লিখ।
১৭। (ক) একোনাইট ন্যাপিলাসের মানসিক লক্ষণ বর্ণনা কর
(খ) উদরাময়ে একোনাইট ন্যাপিলাসের লক্ষণ লিখ।
(গ) ইহার অনুপূরক ঔষধের নাম ও হ্রাস-বৃদ্ধি লিখ ।
১৯। (ক) ইপিকাকের উৎস ও ক্রিয়াস্থল লিখ।
(খ) বমিতে ইহার ব্যবহার লিখ।
(গ) ইহার অনুপূরক ও ক্রিয়ানাশক ঔষধের নাম ও হ্রাস-বৃদ্ধি লিখ।
২০। (ক) আর্সেনিক এলবামের চরিত্রগত লক্ষণসমূহ লিখ।
(খ) কলেরা ও উদরাময়ে ইহার ব্যবহার লিখ।
(গ) মুখের ক্ষত ও শ্বেতপ্রদরে বোরাক্সের লক্ষণ লিখ।
২১। (ক) বোরাক্সের রাসায়নিক সংকেত ও ক্রিয়াল লিখ।
(ঘ) বোরাক্সের করিনাগত লক্ষণ বর্ণনা কর।
(গ) জীরোগে ইহার ব্যবহার লিখ।
২২। (ক) ক্যামোমিলার শিশু চিত্র অংকন কর।
(খ) স্ত্রীরোগে ইহার ব্যবহার লিখ।
(গ) সিনার উৎস কি? ইহার মানসিক লক্ষণ লিখ।
২৩। (ক) আর্সেনিক এলবামের চরিত্রগত লক্ষণগুলি লিখ।
(খ) কলেরা ও উদরাময়ে ইহার ব্যবহার লিখ।
(গ) মুখে ক্ষত ও শ্বেতপ্রদরে বোরাক্সের ব্যবহার লিখ।
২৪। (ক) একোনাইট মেপিলাস এর মানসিক লক্ষণ বর্ণনা কর।
(খ) উদরাময়ে একোনাইট ন্যাপ এর লক্ষণ লিখ ।
(গ) ইহার অনুপূরক ঔষধের নাম ও হ্রাস-বৃদ্ধি লিখ ।
২৫। (ক) বেলেডোনার প্রধান লক্ষণগুলি লিখ।
(খ) সিনার প্রভার ও । এয়াস্থল লিখ ।
(গ) কৃমিতে সিনার ব্যবহার লিখ।
২৬। সংক্ষেপে লিখ :
(ক) রাস টক্সের অস্থিরতা।
(খ) শীতকাতর তিনটি ঔষধের পূর্ণনাম লিখ।
(গ) গরম কাতর তিনটি ঔষধের পূর্ণ নাম লিখ।
(ঘ) পরিপাকতন্ত্রে চায়নার ব্যবহার।
(ঙ) হ্রাস-বৃদ্ধি বলতে কি বুঝ ?
(চ) তোমার পাঠ্য তালিকা হতে ৬টি ঔষধের পূর্ণনাম লিখ।
(ছ) কর্ণ প্রদাহে বেলেডোনার কার্যকারিতা লিখ ।
(জ) অদ্ভুত লক্ষণ বলতে কি বুঝ ?
(ঝ) ঔষধ কি ?
(ঞ) ক্যামোমিলার শিশু চিত্র লিখ।
(ট) গরমকাতর তিনটি ঔষধের নাম লিখ।
(ঠ) উদরাময়ে পডোপাইলামের চিত্র লিখ।
(ড) একোনাইটের মানসিক লক্ষণ।
(ঢ) রক্তচাপে গ্লোনইনের ব্যবহার লিখ।
(ণ) যকৃত পীড়ায় চেলিডোনিয়ামের ব্যবহার লিখ।
(ত) বিরল লক্ষণ বলতে কি বুঝ?
(থ) দুর্বলতায় চায়নার ব্যবহার লিখ।
বিঃদ্রঃ - ২০২১ সালের ডিএইচএমএস পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। ২০২০-২১ শিক্ষাবর্ষের ডিপ্লোমা ইন হোমিওপ্যাথিক মেডিসিন এন্ড সার্জারি (ডিএইচএমএস) প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ (চূড়ান্ত) বর্ষের পরীক্ষা আগামি ১০-১০-২০২২ খ্রিঃ তারিখ রোজ সোমবার হতে বোর্ড কর্তৃক নির্ধারিত কেন্দ্রে অনুষ্ঠিত হবে।
পরীক্ষার সময় : সকাল ১০.০০ টা হতে বেলা ১.০০ টা পর্যন্ত।