ডিএইচএমএস প্রথম বর্ষের স্পেশাল সাজেশন ২০২২ : অর্গানন অব মেডিসিন

 সাজেশন ছাত্রদের জন্য খুব গুরুত্বপূর্ণ। একটি ভাল ফলাফল করার জন্য এটি প্রয়োজন। ২০২০-২১ শিক্ষাবর্ষের ডিপ্লোমা ইন হোমিওপ্যাথিক মেডিসিন এন্ড সার্জারি (ডিএইচএমএস) প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ (চূড়ান্ত) বর্ষের পরীক্ষার জন্য আমরা সুপার সাজেশন প্রস্তুত করেছি। 

(দ্রষ্টব্য : যে কোন পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে। সকল প্রশ্নের মান সমান।) 


বিষয় : অর্গানন অব মেডিসিন

প্রথম বর্ষ। বিষয় কোড-১০২


১। (ক) অর্গানন অব মেডিসিন বলতে কি বুঝ ?

(ধ) অর্গানন এর ৫ম ও ৬ষ্ঠ সংস্করণের পার্থক্যগুলি লিখ।

(গ) অর্গাননকে হোমিওপ্যাথির সংবিধান বলা হয় কেন ? ব্যাখ্যা কর। 


২। (ক) এলোপ্যাথিক ও হোমিওপ্যাথিক দৃষ্টিকোণ থেকে রোগের পার্থক্য লিখ ।

(খ) অর্গাননের সবগুলো সংস্করণের নাম ও প্রকাশকাল উল্লেখ কর।

(গ) স্বাস্থ্য সংরক্ষক বলতে কি বুঝ ? 


৩। (ক) লক্ষণ বলতে কি বুঝ? লক্ষল কত প্রকার আলোচনা কর।

(খ) "লক্ষণ রোগের ভাষা"- আলোচনা কর।

(গ) লক্ষণ সমষ্টি রোগের নির্দেশক”- ব্যাখ্যা কর ।


৪। (ক) মায়াজম কি ? মায়াজম কত প্রকার?

(থ) "সোরা সকল রোগের জননী”- ব্যাখ্যা কর।

(গ) ঔষধ শক্তি কি ? আলোচনা কর।


৫। (ক) রোগ প্রবণতা বলতে কি বুঝ? ইহা কিভাবে বৃদ্ধি পায়? 

(খ) একই মানবদেহে দুইটি বিসদৃশ রোগ মিলিত হলে কি অবস্থার সৃষ্টি হয়?

(গ) অচির রোগের চিকিৎসা সহজতর কেন ?


৬। (ক) সাধ্য ও অসাধ্য রোগের মধ্যে পার্থক্য লিখ। 

(খ) প্রাকৃতিক রোগ ও কৃত্রিম রোগের মধ্যে পার্থক্য লিখ।

(গ) ঔষধের আরোগ্য ক্ষমতা কিসের উপর নির্ভর করে ?


৭। (ক) ব্যক্তিনিষ্ঠ ও বস্তুনিষ্ঠ লক্ষণের পার্থক্য দেখাও। 

(খ) কোন ধরনের চিকিৎসাকে সদৃশ বিধানের বিরুদ্ধে দন্ডযোগ্য বিদ্রোহ বলে ডাঃ হ্যানিম্যান আখ্যায়িত করেছেন ?

(গ) মহামারী রোগের কারণ ও বৈশিষ্ট্য লিখ।


৮। (ক) অর্গানন শব্দের আভিধানিক অর্থ কি? অর্গানন অব মেডিসিন বলতে কি বুঝ ?

(খ) অর্গাননের ৬ষ্ঠ সংস্করণে ডাঃ হ্যানিম্যান কি কি পরিবর্তন করেন ? 

(গ) প্রাকৃতিক রোগ কিভাবে আরোগ্য সাধিত হয় ? 


৯। (ক) আরোগ্য বলতে কি বুঝ ? কিভাবে তুমি বুঝবে যে, রোগী আরোগ্য লাভ করছে ?

(খ) জীবনীশক্তি সম্বন্ধে যা জান লিখ। 

(গ) প্রাকৃতিক রোগ ও কৃত্রিম রোগের মধ্যে পার্থক্য লিখ।


১০। (ক) উদাহরণসহ রোগের উত্তেজক কারণের সংজ্ঞা লিখ।

(খ) হোমিওপ্যাথি চিকিৎসা তত্ত্ব লিখ। 

(গ) প্রাকৃতিক চিরয়োগ ও মিথ্যা চিররোগের মধ্যে পার্থক্য নির্ণয় কর


১১। (ক) লক্ষণ কাকে বলে? লক্ষণসমষ্টি নির্বাচনের জন্য একজন চিকিৎসককে কিভাবে সাহায্য করে ? 

(খ) দুইটি সমলক্ষণ বিশিষ্ট রোগ একই শরীরে মিলিত হলে, কি অবস্থার সৃষ্টি হয় ?

(গ) গতিশীল বলতে কি বুঝ ? উদাহরণসহ লিখ । 


১২। (ক) মায়াজম কত প্রকার ? সোরার বৈশিষ্ট্য লিখ।

(খ) লক্ষণ ও চিহ্নের মধ্যে পার্থক্য লিখ। 

(গ) ঔষধের মুখ্য ক্রিয়া বলতে কি বুঝ ?


১৩। (ক) চিকিৎসকের একমাত্র ব্রত কি ? আলোচনা কর। (খ) " জীবনীশক্তির বিশৃঙ্খলাই রোগ”- আলোচনা কর।

(গ) হোমিওপ্যাথিক বৃদ্ধি বলতে কি বুঝ ?


১৪। (ক) রোগের উত্তেজক ও মূলকারণ বলতে কি বুঝ ?

(খ) জীবনীশক্তি কি? "জীবনীশক্তির বিশৃঙ্খলাই রোগ"- "আলোচনা কর।

(গ) প্রাকৃতিক রোগ বলতে কি বুঝ? ১৭


১৫। (ক) "রোগ নয়, রোগীকে চিকিৎসা কর"- আলোচনা কর।

(খ) ঔষধসৃষ্ট রোগ আরোগ্য করা কঠিন কেন ? আলোচনা কর।

(গ) আরোগ্য শিল্পে যে তিনটি জ্ঞাতব্য বিষয় রয়েছে উহা আলোচনা কর।


১৬। (ক) রোগের চেয়ে ঔষধ শক্তিশালী”- আলোচনা কর

(খ) হোমিওপ্যাথিক ঔষধ দ্বারা রোগ কিভাবে আরোগ্য হয়?

(গ) সর্বাপেক্ষা দূরারোগ্য রোগ বলতে কি বুঝ? আলোচনা কর।

১৭। (ক) চিকিৎকের একমাত্র ব্রত কি? আলোচনা কর। (খ) “হোমিওপ্যাথি একটি পূর্ণাঙ্গ চিকিৎসা পদ্ধতি”- আলোচনা কর।

(গ) রোগ সম্পর্কে হোমিওপ্যাথির ধারণা কি?


১৮। (ক) লক্ষণ বলতে কি বুঝ? লক্ষণ কত প্রকার? আলোচনা কর।

(খ) "লক্ষণ রোগের ভাষা”- আলোচনা কর।

(গ) লক্ষণ-সমষ্টি রোগের নির্দেশক- ব্যাখ্যা কর।


১৯। (ক) জীবনীশক্তি বলতে কি বুঝ? জীবনীশক্তির কাজ আলোচনা কর। 

(খ) রোগ কিভাবে আরোগ্য সাধিত হয়?

(গ) ঔষধ নির্বাচনে পরিচায়ক লক্ষণগুলি কি কি ?


২০। সংক্ষেপে লিখ : 

(ক) একক মাত্রা। 

(খ) ঔষধজ শক্তি। 

(গ) সাইকোসিস। 

(ঘ) চিহ্ন ও লক্ষণ। 

(ঙ) ব্যক্তিনিষ্ট লক্ষণ।

(চ) স্বাস্থ্য সংরক্ষক। 

(ছ) অমোঘ ঔষধ।

(জ) আইসোপ্যাথি। 

(ঝ) অসাধ্য ব্যাধি।

(ঞ) অযথা চিররোগ।

(ট) লক্ষণ সমষ্টি।

(ঠ) মহামারী। 

(ড) বস্তুনিষ্ঠ লক্ষণ ।


বিঃদ্রঃ - ২০২১ সালের ডিএইচএমএস পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। ২০২০-২১ শিক্ষাবর্ষের ডিপ্লোমা ইন হোমিওপ্যাথিক মেডিসিন এন্ড সার্জারি (ডিএইচএমএস) প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ (চূড়ান্ত) বর্ষের পরীক্ষা আগামি ১০-১০-২০২২ খ্রিঃ তারিখ রোজ সোমবার হতে বোর্ড কর্তৃক নির্ধারিত কেন্দ্রে অনুষ্ঠিত হবে।

পরীক্ষার সময় : সকাল ১০.০০ টা হতে বেলা ১.০০ টা পর্যন্ত।

Next Post Previous Post