ডিএইচএমএস প্রথম বর্ষের স্পেশাল সাজেশন ২০২২ : ফিজিক্স এন্ড কেমিস্ট্রি
(দ্রষ্টব্য : যে কোন পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে। সকল প্রশ্নের মান সমান।)
বিষয় : ফিজিক্স এন্ড কেমিস্ট্রি
প্রথম বর্ষ। বিষয় কোড-১০৫
১। (ক) পদার্থবিজ্ঞান কাকে বলে ? হোমিওপ্যাথিতে পদার্থবিজ্ঞানের গুরুত্ব আলোচনা কর।
(খ) নিউটনের দ্বিতীয় সূত্রের সাহায্যে প্রমাণ কর যে, বল = ভর x ত্বরণ।
(গ) ভূ-পৃষ্ঠের বিভিন্ন স্থানে ওজনের তারতম্য হয় কেন ?
২। (ক) আলোর প্রতিফলন বলতে কি বুঝ ? ইহার সূত্রগুলি লিখ।
(খ) স্কেলার রাশি ও ভেক্টর রাশির মধ্যে পার্থক্য লিখ।
(গ) স্থির অবস্থান থেকে একটি বস্তু যাত্রা শুরু করে ২০ ফুট/সেকেন্ড সমত্বরণে চলছে। ৩০ সেকেন্ড পর এর বেগ কত হবে।
৩। (ক) দ্রুতি ও বেগের মধ্যে পার্থক্য লিখ।
(খ) নিউটনের গতি সূত্রগুলি বর্ণনা কর।
(গ) বল কি ? বলের বিভিন্ন এককের বর্ণনা দাও।
৪। (ক) শব্দ কি ? প্রমাণ কর যে, শব্দ সঞ্চালনে জন্য জড় মাধ্যম আবশ্যক।
(খ) উত্তল লেন্স ও অবতল লেন্সের মধ্যে পার্থক্য লিখ ।
(গ) এক্স-রে রশ্মির উৎপাদন পদ্ধতি আলোচনা কর।
৫। (ক) অক্সিজেন কে আবিষ্কার করেন ? পরীক্ষাগারে ইহার প্রস্তুতপ্রণালী বর্ণনা কর।
(খ) অক্সিজেনের পাঁচটি রাসায়নিক ধর্ম সমীকরণসহ লিখ।
(গ) অক্সিজেনের পাঁচটি ব্যবহার লিখ।
৬। (ক) আপেক্ষিক তাপ কাকে বলে? তাপ ও উষ্ণতার মধ্যে পার্থক্য লিখ।
(খ) গত ২৭ সেপ্টেম্বর কক্সবাজারে বায়ুর তাপমাত্রা ছিল ৩০° সেলসিয়াস। ঐ দিনের বায়ুর তাপমাত্রাকে ফরেনহাইট স্কেলে প্রকাশ কর।
(গ) এক্স-রে কাকে বলে? এর ধর্ম ও ব্যবহার লিখ।
৭। (ক) লেন্স কাকে বলে? উত্তল ও অবতল লেগের মধ্যে পার্থক্য লিখ ।
(খ) চিত্রসহ একটি ক্লিনিক্যাল থার্মোমিটারের বর্ণনা দাও। (গ) সুস্থ মানবদেহের স্বাভাবিক তাপমাত্রা ৯৮° ফাঃ, সেলসিয়াস হলে উহা কত হবে?
৮। (ক) অভিকর্ষ কি? মহাকর্ষ ও অভিকর্ষের মধ্যে পার্থক্য লিখ ।
(খ) ভূ-পৃষ্ঠের বিভিন্ন স্থানে ওজনের তারতম্য হয় কেন ?
(গ) দ্রুতি ও বলের বেগের মধ্যে পার্থক্য লিখ।
৯। (ক) পরীক্ষাগারে হাইড্রোজেন প্রস্তুতপ্রণালী বর্ণনা কর। (খ) হাইড্রোজেনের পাঁচটি রাসায়নিক ধর্ম সমীকরণসহ লিখ ।
(গ) হাইড্রোজেনের পাঁচটি ব্যবহার লিখ।
১০। (ক) যৌগমূলক কাকে বলে? চারটি যৌগমূলকের নাম লিখ ।
(খ) জৈব এসিড কাকে বলে? রাসায়নিক সংকেতসহ চারটি জৈব এসিডের নাম লিখ।
(গ) প্রতীক, সংকেত ও যোজনী কাকে বলে? উদাহরণসহ লিখ।
১১। (ক) লেন্স কাকে বলে? উহা কত প্রকার ও কি কি ?
(খ) মানব চক্ষুর গঠনপ্রণালী বর্ণনা কর।
(গ) চিত্রসহ একটি ডাক্তারী থার্মোমিটারের বর্ণনা দাও।
১২। (ক) প্রতীকসহ যোজনী লিখ : সোডিয়াম, সালফার, ক্যালসিয়াম, স্বর্ণ, ফসফেট।
(খ) রাসায়নিক সংকেত লিখ : এসিটিক এসিড, গ্লুকোজ, ফরমিক 8 এসিড, কপার সালফেট, মিথাইল অ্যালকোহল।
(গ) অক্সিজেনের পাঁচটি ব্যবহার লিখ।
১৩। (ক) অ্যালকোহল কাকে বলে ? পরীক্ষাকাগারে কিভাবে চিটাগুড় থেকে ইথাইল অ্যালকোহল প্রস্তুত করা হয় ?
(খ) ক্লোরোফর্মের ধর্ম ও ব্যবহার লিখ।
(গ) ধাতু ও অধাতুর মধ্যে পার্থক্য লিখ
১৪। সংক্ষেপে লিখ :
(ক) নিউটনের গতিসূত্র।
(খ) তিনটি যৌগমূলকের নাম
(গ) পদার্থের ধর্ম,
(ঘ) প্লাস্টার অব প্যারিস,
(ঙ) প্রতীক ও সংকেত ।
(চ) গামা রশ্মি
(ছ) বস্তুর অবিনাশীতাবাদ
(জ) অম্ল বা এসিড
(ঝ) এলকোহল
(ঞ) ক্লোরোফর্ম।
(ট) আলোর প্রতিসরণ।
(ঠ) আণবিক শক্তি।
(ড) তেজস্ক্রিয়তা,ল।
(ঢ) ডাল্টনের পরমাণুবাদ ।
(ণ) আইনস্টাইন।
(ত) বৈশ্বিক উষ্ণতা।
বিঃদ্রঃ - ২০২১ সালের ডিএইচএমএস পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। ২০২০-২১ শিক্ষাবর্ষের ডিপ্লোমা ইন হোমিওপ্যাথিক মেডিসিন এন্ড সার্জারি (ডিএইচএমএস) প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ (চূড়ান্ত) বর্ষের পরীক্ষা আগামি ১০-১০-২০২২ খ্রিঃ তারিখ রোজ সোমবার হতে বোর্ড কর্তৃক নির্ধারিত কেন্দ্রে অনুষ্ঠিত হবে।
পরীক্ষার সময় : সকাল ১০.০০ টা হতে বেলা ১.০০ টা পর্যন্ত।