ডিএইচএমএস প্রথম বর্ষের স্পেশাল সাজেশন ২০২২ : জীববিজ্ঞান
(দ্রষ্টব্য : যে কোন পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে। সকল প্রশ্নের মান সমান।)
বিষয় : জীববিজ্ঞান
প্রথম বর্ষ। বিষয় কোড-১০৪
১। (ক) প্রোটোপ্লাজম কাকে বলে? প্রোটোপ্লাজমের ভৌত ও রাসায়িক গঠন বর্ণনা কর।
(খ) দৈহিক কোষ ও জনন কোষের মধ্যে পার্থক্য লিখ।
(গ) চিত্রসহ মাইটোকন্ড্রিয়ার বর্ণনা কর।
২। (ক) কলা কি ? বিভিন্ন প্রকার সরল কলার বর্ণনা দাও।
(খ) মাইটোকন্ড্রিয়া ও প্লাস্টিডের মধ্যে পাঁচটি পার্থক্য লিখ।
(গ) যোজক কলা কি ? উহার কাজ ও বৈশিষ্ট্যসমূহ লিখ।
৩। (ক) চিত্রসহ ছোলা বীজের গঠন বর্ণনা কর।
(খ) সসাল ও অসসাল বীজ কি?
(গ) লিলিয়েসী গোত্রের শনাক্তকারী বৈশিষ্ট্য লিখ ।
৪।(ক) ব্যাক্টেরিয়া কি? ব্যাক্টেরিয়ার আকৃতিগত শ্রেণিবিন্যাস কর।
(খ) ব্যাক্টেরিয়া উদ্ভিদ না প্রাণী ? কারণ দর্শাও।
(গ) ব্যাক্টেরিয়ার অর্থনৈতিক গুরুত্ব লিখ।
৫। (ক) নটোকর্ড কি ? কর্ডাটা পর্বের বৈশিষ্ট্যগুলি লিখ।
(খ) চিত্রসহ অ্যামিবার চলন আলোচনা কর।
(গ) অ্যামিবার অনুভূতি ব্যাখ্যা কর।
৬। (ক) শ্বসন বলতে কি বুঝ ? কুনোব্যাঙের ফুসফুসীয় শ্বসনের বর্ণনা দাও।
(খ) ব্যাঙের স্ত্রীজননতন্ত্রের চিহ্নিত চিত্র অংকন কর। (গ) কুনোব্যাঙের পিত্তরসের বিভিন্ন উপাদানগুলির নাম ও কাজ উল্লেখ কর।
৭ । (ক) নেফ্রণ কি ? উহার কাজ বর্ণনা কর ।
(খ) কুনোব্যাঙের রেনাল পোর্টালতন্ত্রের বর্ণনা দাও।
(গ) অ্যামিবার বহুবিভাজন প্রক্রিয়ার সাহায্যে বংশবিস্তার সম্বন্ধে যাহা জানো লিখ।
৮। (ক) জীবন কি ? জীবনের বৈশিষ্ট্যগুলি লিখ।
(খ) জীব ও জড়ের মধ্যে পাঁচটি পার্থক্য লিখ।
(গ) চিহ্নিত চিত্রসহ নিউক্লিয়াসের বর্ণনা দাও।
৯। (ক) উদ্ভিদ বিজ্ঞানের অবদানসমূহ লিখ।
(খ) মাইটোকন্ড্রিয়া ও প্লাস্টিডের মধ্যে পাঁচটি পার্থক্য লিখ।
(গ) ব্যাকটেরিয়ার অর্থনৈতিক গুরুত্ব লিখ।
১০। (ক) পুষ্পমঞ্জুরী বলতে কি বুঝ ? একটি আদর্শ ফুলের বিভিন্ন অংশের চিহ্নিত চিত্র অংকন কর।
(খ) প্লাস্টিড কি ? লিউকোপ্লাস্টের সংক্ষিপ্ত বর্ণনা দাও। (গ) স্ব-পরাগায়ন ও পরপরাগায়নের মধ্যে পার্থক্য লিখ।
১১। (ক) অকোষী প্রাণী বলতে কি বুঝ ? ভাইরাসকে অকোষী প্রাণী বলা হয় কেন ?
(খ) চিহ্নিত চিত্রসহ অ্যামিবার দ্বি-বিভাজন প্রক্রিয়া বর্ণনা কর।
(গ) চলন বলতে কি বুঝ? অ্যামিবার চলন সল- জেল মতবাদ অনুসারে ব্যাখ্যা কর।
১২। (ক) নটোকর্ড কি ? কর্ডাটা পর্বের বৈশিষ্ট্যগুলি লিখ।
(খ) পরিপাক ক্রিয়ায় যকৃতের ভূমিকা সম্বন্ধে যা জান লিখ।
(গ) পালমোনারী ধমনী ও পালমোনারী শিরার কাজ লিখ।
১৩। (ক) ফল কি? চার প্রকার সরস ফলের বর্ণনা দাও।
(খ) চিহ্নিত চিত্রসহ ছোলা বীজের গঠন বর্ণনা কর।
(গ) সস্যল ও অসস্যল বীজ কি?
১৪। (ক) কুনোব্যাঙের মস্তিষ্কের চিহ্নিত চিত্র অংকন কর। (খ) নেফ্রন কি? উহার কাজ বর্ণনা কর।
(গ) কুনোব্যাঙের রেনাল পোর্টালতন্ত্রের বর্ণনা দাও।
১৫। (ক) ক্ষণপদ কি? একটি অ্যামিবার চিহ্নিত চিত্র অংকন কর।
(খ) অ্যামিবার খাদ্য পরিপাক সম্পর্কে লিখ।
(গ) এককোষী ও বহুকোষী প্রাণীর মধ্যে পার্থক্য লিখ ।
১৬। (ক) অঙ্কুরোদগম কাকে বলে? বিভিন্ন প্রকার অঙ্কুরোদগমের বর্ণনা কর।
(খ) অঙ্কুরোদগমের অভ্যন্তরীণ ও বাহ্যিক প্রভাবগুলির বর্ণনা কর।
(গ) চিহ্নিত চিত্রসহ ক্লোরোপ্লাস্টের গঠন বর্ণনা কর।
১৭। (ক) অস্থির সংজ্ঞা দাও। কুনো ব্যাঙের মেরুদন্ডে কত প্রকার অস্থি আছে তার বর্ণনা কর।
(খ) কুনো ব্যাঙের একটি আদর্শ কশেরুকার বর্ণনা দাও।
(গ) প্যারোটিড গ্রন্থি ও পিটুইটারী গ্রন্থির মধ্যে পার্থক্য লিখ।
১৮। (ক) পুষ্পসংকেত কি ? সোলানেসী গোত্রের সনাক্তকারী বৈশিষ্ট্য লিখ ।
(খ) অমরাবিন্যাস কি? তিন প্রকার অমরাবিন্যাসের চিহ্নিত চিত্র দাও
(গ) চিহ্নিত চিত্রসহ পেনিসিলিয়াম নোটেটামের যৌনজনন বর্ণনা কর
১৯। (ক) কুনো ব্যাঙের পৌষ্টিকতন্ত্রের চিহ্নিত চিত্র অঙ্কন কর।
(খ) পরিপাক ক্রিয়ায় যকৃতের ভূমিকা আলোচনা কর।
(গ) শিরা ও ধমনীর মধ্যে পার্থক্য লিখ।
২০। (ক) ভাইরাস কি? ভাইরাসের শ্রেণিবিন্যাস কর।
(খ) চিহ্নিত চিত্রসহ ভাইরাসের গঠন বর্ণনা কর।
(গ) ভাইরাসের অর্থনৈতিক গুরুত্ব লিখ।
২১। (ক) সালোকসংশ্লেষণের গুরুত্ব আলোচনা কর।
(খ) সবাত শ্বসন ও অবাত শ্বসনের মধ্যে পাঁচটি পার্থক্য লিখ ।
(গ) চিহ্নিত চিত্রসহ নিউক্লিয়াসের বর্ণনা দাও।
২২। সংক্ষেপে লিখঃ
ক) আইলেটস অব ল্যাঙ্গারহ্যান্স কি?,
(খ) সরোসিস।
(গ) পরাগায়নের প্রয়োজনীয়তা।
(ঘ) ব্যাঙাচি।
(ঙ) ডরসাল ধমনী।
(চ) কুনোব্যাঙের রক্তের উপাদানগুলির নাম লিখ ।
(ছ) ডরসাল ধমনী।
(ছ) শীত নিদ্ৰা।
(জ) ক্রোমজোম।
(ঝ) নিষেক।
(ঞ) ছত্রাক।
(ট) অনুচক্রিকা।
(ঠ) মাইটোসিস।
(ড) খাদ্য গহ্বর।
(ঢ) ভাজক কলা।
বিঃদ্রঃ - ২০২১ সালের ডিএইচএমএস পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। ২০২০-২১ শিক্ষাবর্ষের ডিপ্লোমা ইন হোমিওপ্যাথিক মেডিসিন এন্ড সার্জারি (ডিএইচএমএস) প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ (চূড়ান্ত) বর্ষের পরীক্ষা আগামি ১০-১০-২০২২ খ্রিঃ তারিখ রোজ সোমবার হতে বোর্ড কর্তৃক নির্ধারিত কেন্দ্রে অনুষ্ঠিত হবে।
পরীক্ষার সময় : সকাল ১০.০০ টা হতে বেলা ১.০০ টা পর্যন্ত।