হোমিওপ্যাথিক মেডিকেল কলেজে নিয়োগ
এ্যাপেক্স হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের নিম্নলিখিত পদসমূহ পূরণের জন্য বাংলাদেশি নাগরিকের নিকট হইতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।
০১. অধ্যক্ষ ০১ জন
শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত হোমিওপ্যাথিক প্রতিষ্ঠান হতে হোমিওপ্যাথিতে বিএইচএমএস ডিগ্রী ও স্বীকৃতিপ্রাপ্ত হোমিওপ্যাথিক শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতায় কমপক্ষে ১৫ বছরের চাকরির অভিজ্ঞতা এবং উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক চিকিৎসক রেজিস্টেশন প্রাপ্ত। তবে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোনো তৃতীয় বিভাগ/শ্রেণি গ্রহণযোগ্য হবেনা।
অথবা স্বীকৃতিপ্রাপ্ত যেকোনো বিশ্ববিদ্যালয় হতে স্নাতকসহ স্বীকৃত হোমিওপ্যাথিক প্রতিষ্ঠান হতে হোমিওপ্যাথিতে ডিপ্লোমা ডিএইচএমএস ও স্বীকৃতিপ্রাপ্ত হোমিওপাথিক শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতায় কমপক্ষে ১৫ বছরের চাকরির অভিজ্ঞতা। তবে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে তৃতীয় বিভাগ/শ্রেণি গ্রহণযোগ্য হবে না। হোমিওপ্যাথিক বিষয়ের ওপর কমপক্ষে ০৫ (পাঁচ)টি গবেষণাধর্মী নিজের লেখা প্রকাশিত প্রবন্ধ অথবা হোমিওপ্যাথিক চিকিৎসা বিষয়ক কমপক্ষে ৫০টি বাস্তবভিত্তিক কেসহিস্ট্রি/ডিজটেশন থাকতে হবে। প্রশাসনিক কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। বয়স ৫০ বছর।
০২. উপাধ্যক্ষ ০১ জন
শিক্ষাগত যোগ্যতা : স্বীকৃতিপ্রাপ্ত হোমিওপ্যাথিক প্রতিষ্ঠান হতে হোমিওপ্যাথিক বিএইচএমএস ডিগ্রী ও স্বীকৃতিপ্রাপ্ত হোমিওপ্যাথিক শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতায় কমপক্ষে ১০ বছরের চাকরির অভিজ্ঞতা। তবে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে তৃতীয় বিভাগ/শ্রেণি গ্রহণযোগ্য হবেনা। অথবা স্বীকৃতিপ্রাপ্ত যেকোনো বিশ্ববিদ্যালয় হতে স্নাতকসহ স্বীকৃত হোমিওপ্যাথিক প্রতিষ্ঠা হতে হোমিওপ্যাথিতে ডিপ্লোমা ডিএইচএমএস ও স্বীকৃতিপ্রাপ্ত হোমিওপ্যাথিক শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতায় কমপক্ষে ১০ বছরের চাকরির অভিজ্ঞতা। তবে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে তৃতীয় বিভাগ/শ্রেণি গ্রহণযোগ্য হবেনা। হোমিওপ্যাথি বিষয়ের উপর কমপক্ষে ০৩ (তিন)টি গবেষণাধর্মী নিজের লেখা প্রাকশিত প্রবন্ধ অথবা হোমিওপ্যাথিক চিকিৎসা বিষয়ক কমপক্ষে ৩০টি বাস্তবভিত্তিক কেসহিস্ট্রি/ডিজার্টেশন থাকতে হবে। অনুমোদিত প্রতিষ্ঠান হতে হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষায় কমপক্ষে ০১ বছর মেয়াদী উচ্চতর প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণকারী বা উচ্চতর ডিগ্রীদের অগ্রধিকার দেওয়া হবে। প্রশাসনিক কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। ব্যাস - ৪৫ বছর।
০৩. হিসাব রক্ষক ০১ জন
শিক্ষাগত যোগ্যতা: হিসাববিজ্ঞানে স্নাতক ডিগ্রী থাকতে হবে। প্রশাসনিক কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। তবে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে তৃতীয় বিভাগ/শ্রেণি গ্রহণযোগ্য হবেনা। ব্যাস ৩০ বছর, তবে মুক্তিযোদ্ধা কোটার প্রার্থীদের জন্য-৩২ বছর। নিয়মাবলী:
০১। আবেদনপত্রের সাথে পূর্ণ জীবন বৃত্তান্তসহ পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি ০২ কপি, সকল শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা এবং নাগরিক ও চারিত্রিক সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি (প্রতিটি ০২ কপি করে)। ক্রমিক ১নং ও ২নং পদের জন্য আবেদনপত্রের সাথে অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) এ্যাপেক্সা হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল, বরিশাল এর অনুকূলে ১,৫০০/- (এক হাজার পাঁচশত) টাকার, ৩নং পদের জন্য ১,০০০/- (এক হাজার) টাকার (অফেরতযোগ্য) পে-অর্ডার/ব্যাংক ড্রাফট জমা দিতে হবে।
০২। আবেদনপত্র আগামী ৩০/০৯/২০২২ তারিখের মধ্যে অফিস চলাকালীন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ও অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) এ্যাপেক্স হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল গোড়া চাঁদ দাস রোড, বরিশাল এই ঠিকানায় সরাসরি অথবা ডাকযোগে পৌঁছাতে হবে।
(বিঃ দ্রঃ সকল পদের জন্য বাংলাদেশ হোমিওপ্যাথিক বোর্ডের বিধি মোতাবেক বেতন ভাতা প্রদান করা হবে। এক্ষেত্রে স্ব স্ব প্রতিষ্ঠানের নিজস্ব আয় হতে ম্যানেজিং কমিটির সিদ্ধান্তক্রমে বেতন স্কেল অনুমোদন করে বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা প্রদান করা হবে)।