হোমিওপ্যাথিক স্বার্থ সংরক্ষণ জাতীয় কমিটি’র সংবাদ সম্মেলন
শনিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সদস্য সচিব ডা. শেখ মো: ইফতেখার উদ্দিন।
সম্মেলন থেকে জানানো হয়, সারাদেশে পাঁচ লক্ষাধিক চিকিৎসক, শিক্ষক, ব্যবসায়ী ও ছাত্র-ছাত্রী ঐক্যবদ্ধ। অনতিবিলম্বে চিকিৎসা শিক্ষা আইন ২০২১ বাস্তবায়ন ও চিকিৎসকদের হয়রানি বন্ধ না হলে কঠিন আন্দোলনে গড়ে তোলা হবে। তারা প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট দফতরকে দাবি বাস্তবায়নের আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে আরও বলেন, হোমিও চিকিৎসকরা আজ সঙ্কটপূর্ণ অবস্থার মধ্যে দিন যাপন করছেন। হোমিও চিকিৎসকরা তাদের নামের পূর্বে ডাক্তার লেখার কারণে গ্রেফতার, মামলাসহ নানা হয়রানি শিকার হচ্ছে।
সংবাদ সম্মেলনে সভাপত্বি করেন সংগঠনের আহ্বায়ক ডা. সাখাওয়াত ইসলাম ভূঁইয়া। এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ হোমিওপ্যাথিক বোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ডা. আশীষ শংকর নিয়োগী, রেজিস্টার ডা. জাহাঙ্গীর আলম, হোমিওপ্যাথি মেডিক্যাল কলেজ শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ডা. কামারুজ্জামান, হোমিও বোর্ড সদস্য ডা. আবদুর রাজ্জাক তালুকদার,ডা. কায়েম উদ্দিন,ডা. অসীম কৃষ্ণ চৌধুরী প্রমুখ।