ডা. ধীমান চন্দ্র সিংহের লেখা : হোমিওপ্যাথি

হোমিওপ্যাথি

হ্যানিম্যানের হোমিওপ্যাথি

সব রোগেই তার সমান গতি।

নাম না জানা কত রোগ,

করে সে প্রতিরোধ ।


সভ্যতার সিড়ি বেয়ে

হোমিওপ্যাথি যাচ্ছে ধেয়ে।

হচ্ছে কত নতুন রোগ,

করছে সে প্রতিরোধ।


দরিদ্র  আর অনাথ যারা,

হোমিওপ্যাথি খাচ্ছে তারা, 

আবার নতুন জীবন পাচ্ছে তারা ।


সল্প মুল্যে হোমিওপ্যাথি

ফিরিয়ে দেয় জীবন গতি।

তাই তো আমরা সবাই চাই,

হোমিওপ্যাথির  উত্থান ভাই।


আাজ জীবন যাদের মুল্যহীন,

হোমিওপ্যাথি চিকিৎসা  নিন ।

যদি আয়ূ আছে তার,

ফিরে পাবে জীবন  আবার ।।


লেখক :

ডাঃ ধীমান চন্দ্র সিংহ

ডি.এইচ.এম.এস (বিএইচবি) ঢাকা

চেম্বার- বিপ্লবী হোমিও ফার্মেসী

লাহিড়ী, বালিয়াডাঙ্গী, ঠাকুর গাঁও।

Next Post Previous Post