হোমিওপ্যাথির উন্নয়নে বোর্ডের কাছে দেশ-বিদেশের ডকুমেন্ট প্রেরণ
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এর হোমিওপ্যাথি বিষয়ক চিকিৎসা ও চিকিৎসা শিক্ষা এবং রেগুলেটরি কর্তৃপক্ষ সংবিধিবদ্ধ, স্বশাসিত, সংবিধানিক প্রতিষ্ঠান রাষ্ট্রীয় বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ড কে বাংলাদেশ ও ভারত এবং পাকিস্তানসহ বর্হিবিশ্বের অন্যান্য দেশের হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা কোর্সের সমমান, কনডেন্সড কোর্স (গ্রেডেড ডিগ্রি), উচ্চ শিক্ষা, শিক্ষার মান উন্নয়ন সহ বাংলাদেশে হোমিওপ্যাথির সার্বিক উন্নয়নে অনেক বিষয়ে অসংখ্য নথি/ডকুমেন্টস বিভিন্ন সময় বাংলাদেশ ডাক বিভাগের সরকারি রেজিস্ট্রি ডাকযোগে প্রদান করা হয়েছে, সে সকল নথি/ডকুমেন্টস যা বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ডের নিকট কখনও ছিলনা ও সংগ্রহেও ছিলনা এবং জানার বাহিরে ছিল। কাজ করুক আর না করুক মানুষের উপকার করতে কখনও পিছুপা হয়নি। সঠিকভাবে নথি/ডকুমেন্টস বোর্ড উপস্থাপন করতে না পারলে বা ব্যবহার করতে না পারলে বা ব্যবহার না করলে বা কাজ করতে না পারলে তা নথির বা ডকুমেন্টস গুলোর দোষ বা ব্যর্থতা নয় স্বাস্থ্য মন্ত্রণালয় এর বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ডের ব্যর্থতা। বোর্ডে কর্মকর্তারা সকল নথি যথাযথভাবে সংরক্ষণ করা। বর্তমান সময়ে বোর্ডের জনবল কম নিয়োগ হয়নি। এমনও হয়েছে কখনও এক ধরনের নথি প্রদান করলেও তা হারিয়ে ফেলে। যা কাম্য নয়।
মনীষীরা বলেন শুধু একাডেমিক শিক্ষা বা প্রাতিষ্ঠানিক শিক্ষা নয়, পারিবারিক শিক্ষা তথা নৈতিক শিক্ষা আসে বংশগতভাবে পরিবার হতে, সেটা না থাকলে শুধু একাডেমিক বা প্রাতিষ্ঠানিক শিক্ষা দিয়ে বা বড় বড় ডিগ্রি বা সার্টিফিকেট অর্জন করলে বা বড় পদ বা বড় চাকুরি করলে বা অর্থবিত্ত থাকলেও নৈতিকতা শিক্ষা অর্জন হয়না, ফলে কৃতজ্ঞতা বোধ সকলের মধ্যে থাকেনা, সকলের নিকট হতে নৈতিকতা ও কৃতজ্ঞতা আশা করা সমীচীন নয়।
ই-মেইলে হোমিওপ্যাথির সার্বিক উন্নয়নে আইনি নথি পাঠানো হয়েছে (৬ ও ৭ সেপ্টেম্বর ২০২২ খ্রিষ্টাব্দে) :
1. বাংলাদেশ ও ভারতসহ বর্হিবিশ্বের হোমিওপ্যাথিক চিকিৎসকদের সরকারি রেজিস্ট্রেশন সার্টিফিকেটে ডা. উপাধি লেখা রেজি. সার্টিফিকেট সমূহ (৩৬টা)।
2. ১৯৬৫ খ্রিষ্টাব্দে পাকিস্তান জাতীয় পরিষদে (সংসদ) পাস হয় "দ্যা ইউনানী, আয়ুর্বেদিক এ্যান্ড হোমিওপ্যাথিক প্র্যাকটিশনার্স, এ্যাক্ট, ১৯৬৫", পাকিস্তান সরকার। (২০ পাতা)।
3. Bangladesh Homoeopathic Practitioner's Ordinance, 1983 কার্যকরে জাতীয় সংসদে পাস ২০১৩ সনের ৭নং আইন এর ২৮নং আইন "Bangladesh Homoeopathic Practitioner's Ordinance, 1983".
“১৯৮২ সালের ২৪ মার্চ হইতে ১৯৮৬ সালের ১১ নভেম্বর তারিখ পর্যন্ত সময়ের মধ্যে জারীকৃত কতিপয় অধ্যাদেশ কার্যকরকরণ (বিশেষ বিধান) আইন,২০১৩”
( ২০১৩ সনের ৭ নং আইন ) [২৬ ফেব্রুয়ারি, ২০১৩] (৮ পাতা)।
4. ভারত এর পশ্চিমবঙ্গ রাজ্যে সরকার ১৯৬৩ খ্রিস্টাব্দে "West Bengal Homoeopathic System of Medicine Act. 1963 (West Bengal Act. XXXIII of 1963)". (১৬ পাতা)।
5. ভারত এর আসাম রাজ্যে সরকার ১৯৫৫ খ্রিস্টাব্দে হোমিওপ্যাথি জন্য পাস হয় সরকারি আইন "The Assam Homoeopathic Medicine Act, 1955". (৭ পাতা)।
6. ভারত এর কর্ণাটক রাজ্যে সরকার ১৯৬১ খ্রিস্টাব্দে হোমিওপ্যাথি জন্য পাস হয় সরকারি আইন "The Karnataka Homoeopathic Practitioners Act, 1961". (২৪ পাতা)।
7. ভারত এর মহারাস্ট্র রাজ্যে সরকার ১৯৬০ খ্রিস্টাব্দে "Maharashtra Homoeopathic Practitioners Act, 1959 (Bombay Act No. XII of 1960)". (৩৫ পাতা)।
8. ভারতে কেন্দ্রীয় "Central Council of Homoeopathy, New Delhi, India" প্রতিষ্ঠায় পাস হয় সরকারি আইন "The Homoeopathy Central Council Act. 1973".
Central Council of Homoeopathy, New Delhi, India. Ministry of AYUSH, Govt. of India.(১৯ পাতা)।
9. বাংলাদেশে সরকার স্বীকৃত হোমিওপ্যাথি ডিএইচএমএস পাসকৃতদের ডা. হিসাবে চিকিৎসক রেজিস্ট্রেশন সনদপত্র ছক ফরম এর প্রজ্ঞাপন।
[References : Bangladesh Homoeopathic Practitioners Ordinance, 1983 আইন অনুযায়ী স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের ১৯৯৮ এর সংশোধিত প্রজ্ঞাপন গেজেট আইন নম্বর ২০৭] (৭ পাতা)।
10. ভারত ও বাংলাদেশে সরকারি অনুমোদনহীন অবৈধ-ভুয়া ডিগ্রি MBBS (AM) এর রীটে অবৈধ-ভুয়া ডিগ্রি MBBS (AM) ও বাংলাদেশে BMDC দ্বন্দ্ব, রীটে রুল খারিজ হলেও হোমিওপ্যাথিরা ক্ষতিগ্রস্ত। বাংলাদেশ সুপ্রিম কোর্টের ওয়েবসাইডে হাইকোর্ট বিভাগ এর রীট পিটিশন নং ৫৩৫/২০১৯ রায়ের কপি (৭১ পাতা) এর মধ্যে হোমিওপ্যাথি অংশ Summary (সারমর্ম) : ১, ৬৭, ৬৮, ৬৯, ৭০, ৭১নং পাতা। (৬ পাতা)।
সর্বমোট= ১৭৮ পাতা।
লেখক পরিচিতি :
ডিএইচএমএস (রাজশাহী হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ)
এমএসএস (সরকার ও রাজনীতি বিভাগ) এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ।
০৭ সেপ্টেম্বর ২০২২ খ্রিষ্টাব্দ।