হোমিওপ্যাথি একটি আধুনিক চিকিৎসা ব্যাবস্থা : প্রয়োজন পরিপূর্ণ চিকিৎসা কাঠামো

হোমিওপ্যাথি একটি আধুনিক চিকিৎসা ব্যাবস্থা। তবে প্রচলিত আধুনিক চিকিৎসা ব্যাবস্থা অনুযায়ী আমাদের দেশে নেই প্রয়োজনীয় অবকাঠামো। নেই পরিপূর্ণ কোন শিক্ষা প্রতিষ্ঠান। নেই সহযোগী তৈরির কোন কোর্স! 

একটি পরিপূর্ণ চিকিৎসা অবকাঠামো জন্য ডিএইচএমএস কোর্স থেকে ছোট একটি সহযোগী কোর্স অবশ্যই প্রয়োজন রয়েছে, যা আমরা অস্বীকার করছি!

প্রিয় হোমিও ডাক্তার বৃন্দ : হোমিওপ্যাথিতে কি সহযোগী কোর্সের প্রয়োজনীয়তা নেই? আপনার চেম্বারের সহযোগী কে হবে? আপনার হাসপালের বিভিন্ন পোস্টে কারা চাকুরী করবে? আপনার এলাকার হোমিও ফার্মেসী কে চালাবে? মূলত আমরা নিজেরাই যেন কম্পাউন্ডার, তাই আমাদের সহযোগী/ কম্পাউন্ডার,  ফার্মাসিস্ট, মেডিক্যাল টেকনোলজিস্ট, প্যাথলজিস্ট সহ “পরিপূর্ণ চিকিৎসা ব্যাবস্থার একটি অবকাঠামোর জন্য" এগুলো পদ সহ আরো কিছু পদ রয়েছে যার প্রয়োজনীয় অনুভব করি না বা বুঝি না। আমাদের জ্ঞান সংকীর্ণ। তাই নয় কি? 

আর-ও পড়ুন : হোমিওপ্যাথিক কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি খোলা চিঠি         

শোনেন  আমাদেরকে আরো বেশি আধুনিক হতে হবে। একটি "পরিপূর্ণ চিকিৎসা ব্যাবস্থার অবকাঠামোর জন্য" হাসপাতাল, ফার্মেসী, কম্পাউন্ডার, সহযোগী চিকিৎসক, নার্স, প্যাথলজিষ্ট সহ আরো বিভিন্ন খাতে এ ধরনের পদের প্রয়োজনীয়তা রয়েছে। আমরা এ বিষয়ে কেন একমত হতে পারিনা? 

আমরা একমত হতে পারি বা না পারি হোমিওপ্যাথিতে পরিপূর্ণ চিকিৎসা অবকাঠামো প্রতিষ্ঠা করার জন্য প্রয়োজনী সকল কোর্স চালু হবে। আর এটা অর্গাননকে মেনেই হবে।

আমরা ভালো কিছু না করতে পারলেও আমার একজন প্রিয় শিক্ষক, সেক্টর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হাসান আলি তালুকদার হোমিওপ্যাথির জন্য সারাজীবন লড়াই করেছেন এবং এগুলো প্রতিষ্ঠা করার চেষ্টা করেছেন। সারাবাংলাদেশে তার প্রতিষ্ঠিত সহযোগী কোর্সের আওতায় প্রয়োজনীয় কোর্স চালু করা হয়েছে। তিনি বেচে থাকলে এবং তাকে সুযোগ দিলে আমাদেরকে আজকের এই দুর্দিন দেখতে হতোনা হয়তো। 

ধন্যবাদ সকল শ্রদ্ধীয় ডাক্তারদেরকে

ডা. এম আল মামুন 

ডিএইচএমএস, ঢাকা।

Next Post Previous Post