দেশে ফিরে ফুলেল শুভেচ্ছায় সিক্ত ডা. মোঃ জাহাঙ্গীর আলম

দুবাইয়ে আয়োজিত “ওয়ার্ল্ড হেলথ সামিট-২০২২” এ বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ডের রেজিস্ট্রার-কাম-সেক্রেটারী ডা. মোঃ জাহাঙ্গীর আলম “প্রাইড-অব-হোমিওপ্যাথি” উপাধীতে ভূষিত এবং তুরস্কের ইস্তাম্বুলে অনুষ্ঠিত ৭৫তম LMHI World Congress of Homoeopathy-2022-এ সফল ভাবে অংশগ্রহণ করে দেশে ফিরে বোর্ড কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি’র পক্ষ থেকে- ফুলেল শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন জানানো হয়।

ডা. মোঃ জাহাঙ্গীর আলমের “প্রাইড-অব-হোমিওপ্যাথি” উপাধি ও সম্মাননা বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ডসহ  দেশের সকল হোমিওপ্যাথিক চিকিৎসক, শিক্ষক, শুভাকাঙ্ক্ষী ও ছাত্র-ছাত্রীদের জন্যেও গৌরব বয়ে এনেছে। 

আমরা All Homoeo Info পরিবার উনাকে উষ্ণ অভিনন্দন জানাচ্ছি এবং উত্তরোত্তর সাফল্য ও মঙ্গল কামনা করছি।

Next Post Previous Post