২০২১ সালের ডিএইচএমএস পরীক্ষার সময়সূচি প্রকাশ
বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ডের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ও পরীক্ষা নিয়ন্ত্রক ডা. মো. শহিদুল ইসলামের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে (নথি নং-বাহোবো-১/২০-২১/২০৫৩ তারিখঃ ১১-০৯-২০২২) ২০২১ সালের ডিএইচএমএস পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে।
এতে বলা হয়, বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ডের আওতাধীন স্বীকৃতিপ্রাপ্ত হোমিওপ্যাথিক মেডিকেল কলেজসমূহের অধ্যক্ষ/ ভারপ্রাপ্ত অধ্যক্ষ /দায়িত্বপ্রাপ্ত ও সংশ্লিষ্ট সকলকে এ মর্মে অবহিত করা যাচ্ছে যে, ২০২০-২১ শিক্ষাবর্ষের ডিপ্লোমা ইন হোমিওপ্যাথিক মেডিসিন এন্ড সার্জারি (ডিএইচএমএস) প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ (চূড়ান্ত) বর্ষের পরীক্ষা আগামি ১০-১০-২০২২ খ্রিঃ তারিখ রোজ সোমবার হতে বোর্ড কর্তৃক নির্ধারিত কেন্দ্রে অনুষ্ঠিত হবে।
তাত্ত্বিক পরীক্ষার সময়সূচি নিম্নে প্রদত্ত হলো।
পরীক্ষার সময় : সকাল ১০.০০ টা হতে বেলা ১.০০ টা পর্যন্ত
বিঃ দ্রঃ ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার সময়সূচি পরবর্তিতে যথাসময়ে কেন্দ্রসমূহে প্রেরণ করা হবে।
নোট : পরীক্ষার্থীদের সুবিধার্থে All Homoeo Info স্পেশাল সাজেশন প্রকাশ করবে। ইনশাআল্লাহ্।