যদি হই রক্তদাতা, জয় করবো মানবতা

আর্ত মানবতার সেবায় আমরা সোচ্চার।  এ স্লোগান সামনে রেখে "হোমিওপ্যাথিক ছাত্র ও চিকিৎসক উন্নয়ন সংগঠন" রাজশাহী বিভাগীয় শাখা অধীন প্রতিষ্ঠত হয়েছে, HSDDO-রাজশাহী বিভাগীয় ব্লাড ব্যাংক।  আপনি আর্ত মানবতা সেবায় যদি একজন রক্তদাতা হয়ে থাকেন বা মানবতা সেবাই রক্তদানে আগ্রহী তাহলে আমাদের সহযোগী সংগঠন HSDDO-রাজশাহী বিভাগীয় ব্লাড ব্যাংক সংগঠনের গর্বিত সদস্য হন। 

আরও পড়ুন : পরীক্ষা বর্জনের বিষয়ে আমার ভাবনা     

 হোমিওপ্যাথিক ছাত্র ও চিকিৎসক উন্নয়ন সংগঠন রাজশাহী বিভাগীয় শাখা অধীন প্রত্যেক জেলায় সাপ্তাহিক ফ্রী মেডিক্যাল  কার্যক্রম চলমানের কাজ চলছে।  অনাকাঙ্ক্ষিত সিজার হতে সচেতনতা বৃদ্ধি এবং গর্ভবতী মায়েদের জন্য নরমাল ডেলিভারির সাপ্তাহিক ফ্রী মেডিক্যাল ক্যাম্প থেকে সম্পূর্ণ ফ্রী চিকিৎসা সেবার নেওয়া ব্যবস্থা রয়েছে। ইনশাআল্লাহ।

Next Post Previous Post