বিইউএমএস, বিএএমএস এবং বিএইচএমএস কোর্সসমূহে ভর্তি বিজ্ঞপ্তি
২০২১-২০২২ খ্রি. শিক্ষাবর্ষ বিইউএমএস (BUMS), বিএএমএস (BAMS) এবং বিএইচএমএস (BHMS) কোর্সসমূহে ভর্তি বিজ্ঞপ্তি সরকারী/বেসরকারী স্নাতক ইউনানী ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজ, হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ এবং ইউনানী-আয়ুর্বেদিক অনুষদ, হামদর্দ বিশ্ববিদ্যালয়ের জন্য প্রযোজ্য
২০২১-২০২২ খ্রি. শিক্ষাবর্ষ BUMS (ব্যাচেলর অব ইউনানী মেডিসিন এন্ড সার্জারী) / BAMS (ব্যাচেলর অব আয়ুর্বেদিক মেডিসিন এন্ড সার্জারী) / BHMS (ব্যাচেলর অব হোমিওপ্যাথিক মেডিসিন এন্ড সার্জারী) কোর্সে ভর্তির লক্ষ্যে ভর্তি পরীক্ষার আবেদন অনলাইনে নির্ধারিত ছকে নিম্নলিখিত শর্তাধীনে আহবান করা হচ্ছে:
০১. বাংলাদেশের নাগরিক শিক্ষার্থী যারা ২০১৮ বা ২০১১ সনে এসএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন এবং ২০২০ বা ২০২১ সনে এইচএসসি/সমমান পরীক্ষায় পদার্থ, রসায়ন ও জীববিজ্ঞান বিষয়সহ উত্তীর্ণ হয়েছেন তাঁরা ভর্তির আবেদন করার যোগ্য হবেন। ইংরেজি ২০১৮ সনের পূর্বে এসএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র/ছাত্রীরা আবেদনের যোগ্য বিবেচিত হবেন না।
০২. দেশী বিদেশী শিক্ষা কার্যক্রমে এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান দুটি পরীক্ষায় মোট জিপিএ কমপক্ষে ৮.০০ হতে হবে তবে এককভাবে কোন পরীক্ষায় জিপিএ ৩.৫০ এর কম হলে আবেদনের যোগ্য হবেন না।
০৩. উপজাতীয় ও পার্বত্য জেলার অ-উপজাতীয় প্রার্থীদের ক্ষেত্রে এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান পরীক্ষায় মোট জিপিএ কমপক্ষে ৭.০০ হতে হবে।
তবে এককভাবে কোন পরীক্ষায় জিপিএ ৩.০০ এর কম হলে আবেদনের যোগ্য হবেন না।
০৪. সকলের জন্যে এইচএসসি/সমমান পরীক্ষায় জীববিজ্ঞানে (Biology) ন্যূনতম জিপি ৩.৫০ থাকতে হবে।
০৫. অনলাইনে আবেদন শুরুর তারিখ : ০৪-০৯-২০২২ খ্রি. রবিবার ( সকাল ১০.০০ টা)
০৬. অনলাইনে আবেদনের শেষ তারিখ : ১৮-০৯-২০২২ খ্রি. রবিবার ( রাত ১১:৫৯ মিঃ)
০৭. অনলাইনে আবেদনের ফি জমাদানের শেষ তারিখ : ১৯-০১-২০২২ খ্রিঃ সোমবার ( রাত ১১.৫৯ মিঃ)
০৮. প্রবেশ পত্র বিতরণ (ডাউনলোড) : ২৬-০৯-২০২২ খ্রি. সোমবার হতে ২৮-০১-২০২২ খ্রি. বুধবার পর্যন্ত
o৯. ভর্তি পরীক্ষার তারিখ : ৩০-০৯-২০২২ খ্রি. (শুক্রবার, সকাল ১০:০০ টা হতে ১১:০০ টা
১০. ১০০ (একশত) নম্বরের ১০০ (একশত)টি এমসিকিউ প্রশ্নের ১ (এক) ঘন্টার লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষার বিষয় ভিত্তিক নম্বর বিন্যাস: জীববিজ্ঞান ৩০ রসায়নবিদ্যা ২৫: পদার্থবিজ্ঞান ২০: ইংরেজি ১৫; সাধারণ জ্ঞান ১০। লিখিত পরীক্ষায় ৪০ নম্বরের কম নম্বর প্রাপ্তরা অকৃতকার্য বলে গন্য হবেন।
১১. এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ মোট ১০০ নম্বর হিসেবে নির্ধারণ করে নিম্নলিখিতভাবে মূল্যায়ন করা হবে :
ক) এসএসসি/সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ এর ৮ গুণ = ৪০ নম্বর (সর্বোচ্চ)
খ) এইচএসসি/সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ এর ১২ গুণ = ৬০ নম্বর (সর্বোচ্চ)
১২. প্রার্থী নির্বাচনের জন্য প্রার্থী মূল্যায়ণ পদ্ধতির ২০০ নম্বরের মধ্যে ১২০ নম্বর প্রাপ্ত ছাত্র/ছাত্রীদের মেধাক্রম অনুযায়ী তালিকা তৈরী করা হবে। তবে লিখিত পরীক্ষায় নূন্যতম ৪০ বা তদুর্ধ প্রাপ্ত নম্বরধারীদের নম্বরের সাথে প্রাপ্ত জিপিএ যোগ করে ভর্তির জন্য মেধা তালিকা প্রণয়ন করা হবে।
১৩. অনলাইনে আবেদন পুরণ করার সময় নির্দেশাবলি www.dgme.gov.bd ও www.dghs.gov.bd ভালভাবে পড়ে, বুঝে নির্দেশনা অনুযায়ী সতর্কতার সাথে পূরণ করতে হবে। পরীক্ষা ফিসের ১০০০/- (এক হাজার) টাকা শুধু Prepaid টেলিটকের মাধ্যমে জমা দিতে হবে।১৪. আবেদনপত্র প্রক্রিয়াকরণ, নিরীক্ষণ, উত্তরপত্র মূল্যায়ন, ফলাফল চূড়ান্তকরণ ডিজিটাল প্রক্রিয়ায় করা হবে। -
১৫. বিদেশী শিক্ষা কার্যক্রমে এসএসসি/এইচএসসি এর সমমান পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা (যদি কেউ থাকে) তাদের মার্কস সার্টিফিকেট সমূহ স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর থেকে বাংলাদেশে প্রচলিত জিপিএতে রূপান্তর পূর্বক Equivalence Certificate সংগ্রহ করার পর অনলাইনে আবেদন করতে পারবে। সেক্ষেত্রে তাদেরকে পরিচালক, চিকিৎসা শিক্ষা, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর, মহাখালী, ঢাকা বরাবরে ২০০০/- (দুইহাজার) টাকার ব্যাংক ড্রাফ্ট/পে-অর্ডার সহ আবেদন করে Equivalence Certificate সংগ্রহ করতে হবে।
১৬. নির্বাচিত প্রার্থীদের দেয়া তথ্য অসম্পূর্ণ অথবা ভুল প্রমানিত হলে, তার ভর্তি বাতিল বলে গন্য হবে।
১৭. অনলাইন ফরম পূরণের নিয়মাবলী ও ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য website: http://dgme.teletalk.com.bd স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ওয়েব সাইট www.dgme.gov.bd ও স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েব সাইট www.dghs.gov.bd হতে জানা যাবে। এ ছাড়াও সরকারি ইউনানী ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজ এবং সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের অধ্যক্ষের দপ্তরেও তথ্য পাওয়া যাবে।
১৮. অনুমোদিত বেসরকারি ইউনানী মেডিকেল কলেজ, হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ, ইউনানী-আয়ুর্বেদিক অনুষদ হামদর্দ বিশ্ববিদ্যালয় উল্লেখিত কোর্সসমূহে শিক্ষার্থী ভর্তি ক্ষেত্রে কেন্দ্রিয় ভাবে অনুষ্ঠিত ভর্তি পরীক্ষায় ন্যূনতম ৪০বা তদুর্ধ প্রাপ্ত নম্বরধারীদের প্রস্তুতকৃত জ্যেষ্ঠতার মেধাক্রম অনুসরন পূর্বক প্রাপ্ত
১৯. আবেদনপত্রসমূহের পূর্নাঙ্গ তালিকা প্রকাশ করে নির্ধারিত আসনে যোগ্য শিক্ষার্থী ভর্তি করতে পারবেন। বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের ৫০% আসনে সমন্বিত ভর্তি পরীক্ষার নিয়ম অনুযায়ী শিক্ষার্থী ভর্তি কার্যক্রম পরিচালিত হবে। চলতি শিক্ষাবর্ষে অবশিষ্ট ৫০% আসনে ঢাকা বিশ্ববিদ্যায়ের ফার্মেসী অনুষদ সংশ্লিষ্ট ডিপ্লোমাধারীদের ভর্তির ব্যবস্থা করবে। ১৯.
২০. হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশ কর্তৃক উক্ত বিশ্ববিদ্যালয়ের ইউনানী-আয়ুর্বেদিক অনুষদকে একটি স্বতন্ত্র ইউনানী ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজ/ইনষ্টিটিউটে রুপান্তর করে তা কোন পাবলিক বিশ্ববিদ্যালয়ে অধিভুক্তির শর্ত সাপেক্ষে চলতি ২০২১-২০২২ শিক্ষাবর্ষ থেকে সমন্বিত ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ প্রদান করা হলো।
২১. ভর্তি সংক্রান্ত যে কোন বিষয়ে ভর্তি পরীক্ষা কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে।
22. অভিমারি কোভিড-১৯ এর প্রাদুর্ভাব ও বিস্তার প্রতিরোধে ভর্তি সংক্রান্ত কার্যক্রমে সরকার নির্ধারিত স্বাস্থ্যবিধি অনুসরণ করতে হবে।