তানজিম হোমিওপ্যাথি মেডিকেল কলেজের উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত

 নারায়ণগঞ্জ তানজিম হোমিওপ্যাথি মেডিক্যাল কলেজ ও হাসপাতালের উদ্যোগে জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাতবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে।

সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা অর্ধনমিত করার মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়। শোক দিবসের কর্মসূচির অংশ হিসবে সোমবার (১৫ আগস্ট) সকাল সাড়ে ৯ টায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গনে জাতির পিতার প্রতিকৃতিতে তানজিম হোমিওপ্যাথি মেডিক্যাল কলেজ ও হাসপাতালের পক্ষ থেকে পুষ্পস্তাবক অর্পণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন কলেজটির অধ্যক্ষ ডাঃ মোঃ কামারুজ্জামান ভূঞা, সহকারী অধ্যাপক ডাঃ মোঃ আবদুল্লাহ বেগ, সহকারী অধ্যাপক ডাঃ ফিরোজ আহমেদ, সহকারী অধ্যাপক ডাঃ মোহাম্মদ সাইদ হাসান, সহকারী অধ্যাপক ডাঃ মোঃ আনোয়ার হোসেন, প্রভাষক ডাঃ মোঃ শাহরিয়ার জামান, প্রভাষক ডাঃ আনিকা হায়দার মিথিলা, প্রভাষক ডাঃ আরিফ রাব্বানী, প্রভাষক ডাঃ মোঃ মহিদুল ইসলাম জয়, মেডিকেল অফিসার ডাঃ মোঃ আবদুল্লাহ্ শাকুর, মেডিকেল অফিসার ডাঃ মহিমা খানম, প্রধান সহকারী মোঃ রনি মিয়া, অফিস সহকারী কাজী নজরুল ইসলাম, মেডিকেল কম্পাউন্ডার জলি আক্তার, কম্পাউন্ডার তাসফিয়া আক্তার লতা, কম্পাউন্ডার ফারজানা আক্তার বৃষ্টি ও এমএলএসএস মোঃ আল আমিন।

Next Post Previous Post