প্রেসক্রিপশনে Rx লেখার কারন ও ইতিহাস

 Medical Dictionary মতে Rx একটি ল্যটিন শব্দ যা “recipe” ও “to take.” এই দুটি কথা বুঝায়।

রোগী দেখার পর চিকিৎসক ব্যবস্থাপত্রে বা প্রেসক্রিপশনে প্রয়োজনীয় ওষুধের নাম লিখার পূর্বে Rx কথাটি লিখে থাকেন। কিন্তু কেন? একবারও কি সে প্রশ্ন মনে উদয় হয়নি? তবে সাধারণত সব ডাক্তারগণ-ই প্রেসক্রিপশনে Rx কথা লিখে থাকেন!

প্রেসক্রিপশনে এই Rx লিখার উৎপত্তি নিয়ে অনেক বিকল্প তত্ত্বের খুঁজ পাওয়া যায়। কয়েকটি মতবাদ নিচে দেওয়া হলো।

প্রথম মতবাদ : প্রথম মতবাদটি জুপিটার বা বৃহস্পতি মতবাদ নামে পরিচিত। এই মতবাদিগণের মতে, Rx হচ্ছে বৃহস্পতি বা জুপিটার (jupitar) গ্রহের জ্যোর্তিবৈদ্যিক (Astrological) চিহ্ন। এই গ্রহটি রোমান দেবতাদের রাজা এবং সবচেয়ে ক্ষমতাবান। তাই প্রেসক্রিপশনে ওষুধের নাম লেখার পূর্বে Rx চিহ্নটি লেখা হয়। যাতে প্রেসক্রিপশনে বিবৃত পথ্যের ওপর তথা রোগীর উপশমে দেবরাজ জুপিটার শুভদৃষ্টি দেন। কথিত হয়, Rx চিহ্ন থাকলে ওই প্রেসক্রিপশন অতি কার্যকর হয়।কালের পরিক্রমায় প্রেসক্রিপশনের প্রতীক হয়ে উঠে Rx. যা বাতিল করাও দুঃসাধ্য হয়ে পড়ে। 

দ্বিতীয় মতবাদ : অনেকে বলেন, প্রাচীন একটি ল্যাটিন শব্দ থেকে RX প্রতীকটি এসেছে। এই শব্দটি হলো Recipe, যার অর্থ, ‘আপনি নিন বা আপনি গ্রহণ করুন'।

প্রাচীন মিশরীয়দের মধ্যে ‘উটচাট' বা ‘হোরাসের চোখ' নামে এক ধরনের কবচের প্রচলন ছিল। হোরাস ছিলেন স্বাস্থ্য দেবতা । ‘হোরাসের চোখ' নামে যে কবচ প্রচলিত ছিল তা অনেক রোগ প্রতিরোধ করত বলে বিশ্বাস করা হতো। এ কবচের প্রাথমিক আকৃতি অনেকটা হেরাসের চোখের মতো ছিল। তবে এটা নানান জিনিস দিয়ে তৈরি করা হতো। এভাবে এটি ব্যবহৃত হতে শুরু করে এবং কালক্রমে ব্যবস্থাপত্রে চলে আসে। তবে চিহ্নটি ব্যবস্থাপত্রে ব্যবহৃত হওয়ার পেছনে দেবতার অনুগ্রহের ওপর বিশ্বাসই যে অন্যতম নিয়ামক ছিল সে বিষয়ে কোনো সন্দেহ নেই।

তৃতীয় মতবাদ : তৃতীয় মতবাদকে জেসাস মতবাদ বলা হয়। এই মতানুসারে, Rx = R = Refer to এবং X = Jesus Christ, অর্থাৎ Rx = Refer to Jesus Christ। এর অর্থ হলো' জিশুর (যিশুর) নামে পড়া শুরু করুন' বা জিশুর নামে গ্রহণ করা। শরু করুন বা জিসুর নামে শুরু করুন। 'X' দ্বারা জেসাস ক্রাইস্ট বা জিশু খ্রিস্টকে বোঝানো হয়। যেমন Xmas দ্বারা বোঝানো হয় ক্রিসমাস। 

উল্লেখ্য, X দিয়ে গ্রিক অক্ষর ‘Chi' কে নির্দেশ করে। এর দ্বারা মূলত গ্রিক ভাষায় সংক্ষেপে ক্রাইস্ট বা যিশুকে বোঝানো হয়ে থাকে।

চতুর্থ মতবাদ : চতুর্থ মতবাদটি যৌক্তিকার্থ মতবাদ নামে পরিচিত। চিকিৎসাশাস্ত্রের অভিধান মতে, Rx ল্যাটিন শব্দ যার অর্থ উপায়, কৌশল, পদ্ধতি এবং লওয়া বা গ্রহণ করা (recipe ও to take) প্রভৃতি অর্থে ব্যবহৃত হয়।

পঞ্চম মতবাদ : আবার কারো কারো মতে, প্রেসক্রিপশনে Rx লেখার মানে হল- যে ওষুধ দেওয়া হচ্ছে তা আপনার জন্য সঠিক হতেও পারে আবার নাও হতে পারে!

বিভিন্ন জটিল ও কঠিন রোগীদের সুস্থ করাসহ মৃত ব্যক্তিকে জীবিত করা ইত্যাদি অলৌকিক ক্ষমতা ছিল যিশুর। তৎকালীন জেরুজালেমের সব চিকিৎসক তাদের কাছে আসা রোগীদেরকে চিকিৎসার জন্য যিশুর কাছে পাঠাতে লাগলেন এবং দেশের প্রধান পাদ্রী হোরাসের চোখ অর্থাৎ Rx এর অর্থ পরিবর্তনের উদ্যোগ নিলেন। যেই ভাবা সেই কাজ। তিনি তখন এর অর্থ নির্ধারণ করে দিলেন এমন যে- R= Refer, X= Jesus Christ.

ষষ্ঠ মতবাদ : এ বিষয়ে আর একটি মতবাদ আছে। এটাকে অনেকে আধুনিক মতবাদ বল থাকেন। তাদের মতে, Rx মানে Report extendedi শরীরের রোগ নির্ণয়পূর্বক এমন একটি ‘এক্সটেন্ডেড' প্রতিবেদন করা হয় যেখানে পরবর্তী পদক্ষেপ বর্ণিত থাকে। এজন্য প্রেসক্রিপশনে ওষুধের নাম লেখার সূচনায় Report extended-এর পরিবর্তে সংক্ষেপে Rx লেখা হয়।

কালের পরিক্রমায় প্রেসক্রিপশনের প্রতীক হয়ে উঠে Rx. যা বাতিল করাও দুঃসাধ্য হয়ে পড়ে পরবর্তীতে মেডিকেল সায়েন্স নতুন করে Rx এর অর্থ নির্ধারণ করেন। পাশাপাশি মেডিকেল ডিকশনারিতে Rx যুক্ত করা হয় এবং এর অর্থ দাড় করানো হয় recipe ও to take. এ দুটি শব্দের অর্থ-ই হল- ‘আপনি নিন বা গ্রহণ করুন।’

১৯৫০ সালের আগে অ্যামেরিকাতেও বেশিরভাগ ওষুধ ফার্মাসিস্টরা তৈরির পাশাপাশি ব্যবস্থাপত্রও তৈরি করে দিতেন এবং সেখানেও Rx এর উল্লেখ পাওয়া গিয়েছে বলে মনে করা হয়।

আর বর্তমান সময়ে প্রেসক্রিপশনে অনেকটা প্রথা হিসেবেই Rx লিখা হচ্ছে। তবে অনেকে আবার Rx না লিখে Adv (Advice) লিখা শুরু করছেন।

Next Post Previous Post