রোগী ও হোমিও ঔষধের স্বাতন্ত্রীকরণ
রোগী বা রুগ্ন প্রকৃতির স্বাতন্ত্রীকরণ :
ব্যক্তি মানুষের স্বাতন্ত্র্য যেমন সুস্থাবস্থায় সত্য, অসুস্থাবস্থায়ও তেমনি সত্য । প্রতিটি মানুষ একে অন্য হতে পৃথক । রোগাক্রান্ত হইলে বিভিন্ন ব্যক্তিতে বিভিন্ন রূপ প্রতিক্রিয়া হয়। এই প্রতিক্রিয়ার বহিঃপ্রকাশ হয় বিভিন্ন লক্ষণরাজির মাধ্যমে। লক্ষণসমূহ সম্মিলিত ভাবে একটি রুগ্ন প্রকৃতির চিত্র তুলেয়া ধরে।
প্রতিটি রুগ্ন মানুষ স্বকীয় বৈশিষ্ট্যে এক একটি অনন্য চরিত্র। বিচিত্র লক্ষণরাজি মিলিতভাবে রুগ্নব্যক্তির এমন এক প্রতিকৃতি সৃষ্টি করে যার বিকল্প অন্য রোগীতে খুঁজে পাওয়া যায় না।
হোমিও ঔষধের স্বাতন্ত্র্য :
প্রতিটি হোমিওপ্যাথিক ঔষধ অন্য ঔষধ হইতে স্বতন্ত্র। একটি হোমিও ঔষধের সাথে অন্য একটি হোমিও ঔষধের কিছু কিছু সাদৃশ্য থাকতে পারে কিন্তু তাদের মধ্যে এমনি কিছু বৈসাদৃশ্য থাকে যাহার দ্বারা একটিকে অন্যটি হতে অতি সহজেই পৃথক করা যায়।
প্রতিটি হোমিওপ্যাথিক ঔষধে এমন কিছু বৈশিষ্ট্যাবলী থাকে যার ঠিক সদৃশ রূপটি অন্য ঔষধে পাওয়া যায় না। প্রতিটি ঔষধ সুস্থ দেহে এমন কতকগুলি বিচিত্র লক্ষণ সৃষ্টি করে যা অন্য কোন ঔষধ সৃষ্টি কতে পারে না।