হোমিওপ্যাথি চিকিৎসা বিজ্ঞান আজ বিশ্বস্বীকৃত

 বাংলাদেশ হোমিওপ্যাথিক পরিষদ কেন্দ্রীয় কমিটির আয়োজিত সংগঠনের ৫০ বছর পূর্তি উপলক্ষে জাতীয় হোমিওপ্যাথিক কনভেনশন অনুষ্ঠানে বক্তারা বলেন, হোমিওপ্যাথি চিকিৎসা বিজ্ঞান আজ বিশ্বস্বীকৃত। দেশে বিদেশে এ বিজ্ঞানের উন্নয়নে নানা ধরনের গবেষণা চলছে। আমাদের দেশেও সরকারিভাবে এ বিজ্ঞানের উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে, তবে ইদানিংকালে নানা ধরনের গ্যারান্টিযুক্ত বিজ্ঞাপনে এ চিকিৎসাবিজ্ঞান ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই হোমিওপ্যাথির উন্নয়নে সকল সংগঠনকে রোগের নাম দিয়ে গ্যারান্টিযুক্ত বিজ্ঞাপন বন্ধে একযোগে কাজ করা উচিত।
শুক্রবার (১৯ আগস্ট) ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে পরিষদের কেন্দ্রীয় সভাপতি ডা. শেখ ফারুখ এলাহির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন বাংলা একাডেমীর মহাপরিচালক কবি নূরুল হুদা, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) বঙ্গবন্ধু চেয়ার অধ্যাপক ড. সৈয়দ আনোয়ার হোসেন, স্বাস্থ্য অধিদপ্তর পরিচালক (হোমিও ও দেশজ চিকিৎসা) ডা. মো. হাবিবুর রহমান, স্বাস্থ্য অধিদপ্তর অল্টারনেটিভ মেডিকেল কেয়ার লাইন ডিরেক্টর ডা. মো. আবু জাহের। অনুষ্ঠান উদ্বোধক ছিলেন সংগঠনের কেন্দ্রীয় প্রধান পৃষ্ঠপোষক ডা. সাওকাত আলী ভূঁইয়া। শুভেচ্ছা বক্তব্য দেন স্বাস্থ্য অধিদপ্তর ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার বিকল্প চিকিৎসা বিভাগ ডা. মইনুদ্দিন আহমেদ মামুন। স্বাগত বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় মহাসচিব ডা. অঞ্জন কুমার দাশ। অনুষ্ঠান সঞ্চালনা করেন কেন্দ্রীয় সহ-সভাপতি ডা. নজরুল ইসলাম খান।
দ্বিতীয় পর্বের বিজ্ঞান সেমিনারে প্রধান অতিথি ছিলেন বাংলা একাডেমী মহাপরিচালক কবি নূরুল হুদা। উদ্বোধক ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা অধ্যক্ষ ডা. আবদুল করিম। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ড রেজিস্ট্রার কাম সেক্রেটারী ডা. মো. জাহাঙ্গীর আলম। সেমিনারে প্রজেক্টরের মাধ্যমে আলোচনা উপস্থাপন করেন ভারতের প্রখ্যাত হোমিও গবেষক ও চিকিৎসক অধ্যাপক ডা. অখিলেশ খান। দ্বিতীয় প্রবন্ধ উপস্থাপন করেন বাহোপ কেন্দ্রীয় সভপতি ডা. শেখ ফারুখ এলাহী। বাহোপ কেন্দ্রীয় সহ-সভাপতি অধ্যাপক ডা. এ.কে.এম শহীদ উল্লাহের সভাপতিত্বে সেমিনারে আলোচনায় অংশ নেন ভারতের অধ্যাপক ডা. শ্রীকান্ত চৌধুরী, কেন্দ্রীয় সহ-সভাপতি যথাক্রমে ডা. কে এম আলাউদ্দিন, ডা. সালেহ আহমেদ সুলেমান, ডা. সৈয়দ আবু সাইদ, অধ্যাপক ডা. নাজির হোসেন, ডা. নজরুল ইসলাম ভূঁইয়া, ডা. বীরেন্দ্র চন্দ্র দেব, ডা. মোহাম্মদ আলী কাজল, ডা. হাবিবুর রহমান মার্শাল, ডা. কবিউল করিম, ডা. বিপ্লব সরকার প্রমুখ। সেমিনার সঞ্চালনায় ছিলেন ডা. রফিকুল ইসলাম ভূঁইয়া রাহাত, ডা. আনোয়ার হোসেন পাটোয়ারী।
অনুষ্ঠানে সংগঠনের পক্ষ থেকে হোমিওপ্যাথি ভেষজ প্রদর্শনীর আয়োজন করা হয়। বিজ্ঞপ্তি
Next Post Previous Post