একক মাত্রা ঔষধ প্রয়োগের উপকারিতা

একবারে একটি মাত্রায় ঔষধ প্রয়োগ হলে উহা অতিশয় কার্যকরী হয়। যদি একটি মাত্রাকে পানিতে গুলিয়া বিভক্ত করে প্রত্যেকবার প্রয়োগের পূর্বে ২ হইতে ১০/১২বার ঝাঁকি দিয়ে পরিবর্তিত মাত্রায় প্রয়োগ করা হয় তবে সেটি অধিক কার্যকরী হয়। 

ঔষধকে পরিবর্তিত একক মাত্রায় প্রয়োগ করলে মাত্রাটি অনেক সূক্ষ্ম হয়। ঔষধ রোগীর লক্ষণের সহিত যত বেশী সদৃশ লক্ষণ সম্পন্ন হয় ও উহার মাত্রা তত বেশী ক্ষুদ্র বা সূক্ষ্ম হবে ততই আরোগ্যকারী পরিবর্তন পাওয়া যায়। এইজন্য হোমিওপ্যাথিক ঔষধকে একক মাত্রায় প্রয়োগ করতে হয়।

Next Post Previous Post