বাংলাদেশ হোমিওপ্যাথিক ছাত্র অধিকার সংগঠনের জাতীয় কুইজের পুরস্কার বিতরণ
বৃহস্পতিবার (২৫ আগস্ট) ময়মনসিং হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ হাসপাতাল মিলনায়তনে ময়মনসিংহ বিভাগীয় কমিটির সভাপতি মোঃ পাভেল মাহমুদ শাহীনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সভাপতি ডা. আরমান হোসাইন।
বিশেষ অতিথির হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি ডা. শ্যামল কিশোর বর্মন, আজিজুল ইসলাম আদি, মোহাম্মদ আলী সাদী, নাজমুস সাকিব, অনুষ্ঠান সঞ্চালনা করেন ময়মনসিংহ বিভাগীয় শাখার সিনিয়র সহ-সভাপতি শিশির কর।
এসময় আরও উপস্থিত ছিলেন বিভাগীয় শাখার সহ ধর্ম বিষয়ক সম্পাদক লিখন চন্দ দাস দপ্তর সম্পাদক মাহফুজা আক্তার, সাংগঠনিক সম্পাদক, ড, সৈ,আফরোজা রুবনা, কোষাধ্যক্ষ, আব্দুল হালিম, ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি জুনায়েদ মাহবুব তালুকদার, কলেজ কমিটির সহ-সভাপতি মোঃ হাবিবুল্লাহ, দপ্তর সম্পাদক মাকসুদা পাঠান বর্ষা সহ প্রমুখ।
সভাপতির বক্তব্যে বিভাগীয় কমিটির সভাপতি সবাই কে উদ্দেশ্য করে বলেন আমরা ভেদাভেদ ভুলে গিয়ে আসুন ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলি তাহলে কেউ দমাতে পারবে না। আমাদের অধিকার কেউ হরন করতে পারবে না।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, শিশির কর, মাহফুজা আক্তার, আফরোজা রুবনা, লিখন চন্দ দাস, জুনায়েদ মাহবুব তালুকদার, হাবিবুল্লাহ, আব্দুস সালাম।
অনুষ্ঠানে কেন্দ্রীয় সভাপতি ডা.আরমান হোসাইন ময়মনসিংহ বিভাগীয় কমিটিকে শ্রেষ্ঠ বিভাগ হিসেবে ঘোষণা করেন ও সম্মাননা ক্রেস প্রদান করেন।
ময়মনসিংহ বিভাগীয় কমিটি পক্ষ থেকে কেন্দ্রীয় কমিটির সভাপতি ডা. আরমান হোসাইনকে সম্মাননা ক্রেশ প্রদান করা হয়।
অনুষ্ঠান থেকে বর্তমান হোমিওপ্যাথির সংকট উচ্চারণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেয়া হয় এবং হোমিওপ্যাথিক শিক্ষা ও চিকিৎসা ব্যবস্থার উন্নয়নে ছাত্রদের ভূমিকা রাখতে এগিয়ে আসতে বলা হয়।
অনুষ্ঠান শেষে পুরস্কার প্রার্থীরা ও উপস্থিত ছাত্র-ছাত্রীরা নিজেদের অনুভূতি ব্যাক্ত করতে গিয়ে তারা বলেন এই অনুষ্ঠান এবং প্রতিযোগিতা ইতিহাসের একটা শ্রেষ্ঠ অনুষ্ঠান হয়ে থাকবে। এ ধরনের অনুষ্ঠান করা হলে আমাদের মনে লেখাপড়ার আগ্রহ ও হোমিওপৃথির প্রতি ভালোবাসা সৃষ্টি হবে যা বর্তমান হোমিওপ্যাথির সংকট উত্তরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।