হোমিওপ্যাথিক চিকিৎসকদের অযাচিত হয়রানি বন্ধ ও চলমান সংকট উত্তরণে তিন সিদ্ধান্ত

 বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ড ও স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হোমিও ও দেশজ চিকিৎসা) কর্তৃক নিবন্ধিত হোমিওপ্যাথিক চিকিৎসকদের অযাচিত হয়রানী বন্ধের প্রতিবাদে বোর্ড কার্যালয়ের সভা কক্ষে বুধবার (২৪ আগস্ট) এক জরুরী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

উক্ত সভায় বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ডের চেয়ারম্যান ডাঃ দিলীপ কুমার রায় ভার্চুয়ালি যুক্ত হয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।

বোর্ডের রেজিস্ট্রার-কাম-সেক্রেটারী ডাঃ মোঃ জাহাঙ্গীর আলম সঞ্চালনা জরুরী আলোচনা সভার সভাপতিত্ব করেন বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ডাঃ আশিষ শংকর নিয়োগী।
জরুরী এই  আলোচনা সভা থেকে বর্তমানে হোমিওপ্যাথিক চিকিৎসকদের অযাচিত হয়রানি বন্ধ ও চলমান সংকট উত্তরণে তিন টি সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

১) আগামী শনি ও রবিবার (২৭ ও ২৮ আগস্ট) বাংলাদেশের সকল হোমিওপ্যাথিক কলেজের ক্লাস বর্জনের করা হবে।

২) আইনি লড়াইয়ের মাধ্যমে এই সংকট উত্তরণের জন্য একটি স্টিয়ারিং কমিটি গঠন করা হয়েছে।

৩) রবিবার (২৮ আগস্ট) দেশের সকল হোমিওপ্যাথিক চেম্বার বন্ধ থাকবে।

উক্ত জরুরী আলোচনা সভায় উপস্থিত হোমিওপ্যাথিক নেতৃবৃন্দ গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নে সকল হোমিওপ্যাথি চিকিৎসক, শিক্ষার্থী ও শুভাকাঙ্ক্ষীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জান।
উল্লেখ্য - নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানাধীন বাঘবেড় বাজারস্থ  মুছাফির হোমিও হল নামক চেম্বার থেকে ডাঃ আজিজুর রহমান একজন হোমিওপ্যাথিক ডাক্তারকে সোমবার (২২ আগস্ট) আটক করা হয়। নামের পূর্বে ডাক্তার লিখার অপরাধে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানায় তার বিরুদ্ধে একটি মামলা করা হয়। 
এই ঘটনার প্রতিবাদে ইতোমধ্যে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ কর্মসূচী পালনকরে কয়েকটি হোমিওপ্যাথিক সংগঠন। 
Next Post Previous Post