একাধিক মাত্রায় ঔষধ প্রয়োগ নিষিদ্ধ!
একক মাত্রায় ঔষধ প্রয়োগ ছাড়া একবারে যদি একাধিক মাত্রায় ঔষধ প্রয়োগ করা হয় হইলে মাত্রা অত্যন্ত বৃহৎ হয়ে যায় বৃহৎ মাত্রায় ঔষধ প্রয়োগ করলে রোগীর ক্ষতি সাধিত হয়।
কেননা রোগ শক্তি অপেক্ষা যদি ঔষধ শক্তি অধিক হয়, এই অত্যধিক ঔষধ শক্তির ক্রিয়ার বিরুদ্ধে জীবনীশক্তি প্রতিক্রিয়া সৃষ্টি করে। তাই বৃহৎ পরিমাণের ঔষধের কারণেই সেই ঔষধের কিছু লক্ষণ দেহ ও মনে প্রকাশ পায়। এই জাতীয় লক্ষণকে ঔষধজ লক্ষণ এবং বৃদ্ধিকে ঔষধঙ্গ বৃদ্ধি বলে।
একাধিক মাত্রায় ঔষধ ব্যবহার করা হইলে ঔষধজনিত বৃদ্ধি অত্যন্ত বেশী হয়। ঔষধজনিত বৃদ্ধি দুর্বল অত্যানুভূতিশীল কিংবা মরণাপন্ন রোগীদের ক্ষেত্রে অভ্যন্ত বিপজ্জনক। তাই রোগীকে এক সময়ে একাধিক মাত্রায় ঔষধ প্রয়োগ করা উচিত নয় ।