নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিএইচএমএস পাশকৃত হোমিওপ্যাথিক ডাক্তার আটক
নামের পূর্বে ডাক্তার লেখার অপরাধে বিএইচএমএস ৩০তম ব্যাচ এর ছাত্র ডাক্তার আজিজুর রহমানকে আটক করা হয়েছে।
নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানাধীন বাঘবেড় বাজারস্থ নুরুমুন্সি মার্কেটের আতাউর রহমান ও আইবুর রহমানের যৌথ মালিকানাধীন ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত ডাক্তার আজিজুর রহমানের নিজ চেম্বার মুছাফির হোমিও হল নামক চেম্বার থেকে সোমবার (২২ আগস্ট) সন্ধ্যায় থারে আটক করা হয়। নামের পূর্বে ডাক্তার লিখার অপরাধে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানায় তার বিরুদ্ধে একটি মামলা করা হয়। মামলা নং ৫০(৮)২২ রূপগঞ্জ থানা।
ডাক্তার আজিজুর রহমানকে আটকের প্রতিবাদে হোমিওপ্যাথিক বিভিন্ন সংগঠন মঙ্গলবার (২৩ আগস্ট) দেশের বেশ কিছু স্থানে প্রতিবাদ কর্মসূচী পালন করে।
বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের সামনেও প্রতিবাদ কর্মসূচী পালন করা হয়।
এতে বক্তারা বলেন, হোমিওপ্যাথিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ ডিগ্রি নিয়ে ডিজি হেল্থ থেকে রেজিষ্ট্রেশন নিয়ে বিএইচএমএস ডাক্তার হয়ে ডাক্তার লেখার অপরাধে হয়রানি ও মামলার শিকার হতে হচ্ছে। এই কলংক মেনে নেয়া যায় না। আজকে ডাঃ আজিজ হয়রানি ও মামলার শিকার হয়েছে, আগামীকাল আপনি হবেন। প্রস্তুত থাকুন বন্ধুগণ।
এসময় তারা অবিলম্বে ডাক্তার আজিজুর রহমানের মুক্তির দাবি করেন।
মামলারকিছু নথি নিন্মে দেয়া হলো।