২য় বর্ষে পদার্পণ করলো বাংলাদেশ হোমিওপ্যাথিক ছাত্র অধিকার সংগঠন


 সকল উন্নতির মূলে অন্যতম ভূমিকা পালন করে উদ্দেশ্যগত কর্মের সঠিক বাস্তবায়ন ও ন্যায়নিষ্ঠ কর্ম সম্পাদন। এটির অন্যতম দৃষ্টান্ত স্থাপন করেছে এই সংবাদ মাধ্যম “বাংলাদেশ হোমিওপ্যাথিক ছাত্র অধিকার সংগঠন”।

২০২১ সালের আজকের এইদিনে (২ আগস্ট) অনলাইনে আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে পথচলা শুরু করে বাংলাদেশ হোমিওপ্যাথিক ছাত্র অধিকার সংগঠন।

প্রতিষ্ঠার পর থেকেই সংগঠটি হোমিওপ্যাথির উন্নয়নের বিভিন্ন কর্মসূচির কারণে আলোচনা সমালোচনা ও দৃষ্টি নন্দনীয় কর্মকাণ্ডের মাধ্যমে বাংলাদেশর হোমিও ডাক্তার, ছাত্র-ছাত্রী ও হোমিও প্রেমীদের হৃদয়ে অরাজনৈতিক ও সেবামূলক প্রতিষ্ঠান হিসেবে আস্থার যায়গা করে নিয়েছে। 

এই সংগঠনের উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা সভাপতি ডা. আরমান হোসাইন এর যোগ্য নেতৃত্বে সংগঠনের সকল নেতৃবৃন্দ ছাত্রদের ১১ দফা দাবি আদায়ের লক্ষ্যে সারা দেশব্যাপী কমিটি গঠনসহ সবাইকে ঐক্যবদ্ধকরণে নিম্নলিখিত কর্মকাণ্ড সফলভাবে বিগত এক বছরে সম্পন্ন করেছে।

সংগঠনটির সাফল্যমন্ডিত কর্মকাণ্ড সমূহ :

◾১১ দফা দাবি ঘোষণা প্রচার প্রসার ও জনসচেতনতা সৃষ্টি করা।

◾আটটা বিভাগীয় কমিটি, দুইটা মহানগরীও কমিটি, বারোটা জেলা কমিটি ও সাট্টা কলেজ কমিটি সম্পন্ন করা হয়েছে।

◾ডাক্তার লেখার মৌলিক অধিকার ও ১১ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে জাতীয় প্রেসক্লাবে দুটি মানববন্ধন সহ সারা দেশে এই সংগঠনের নেতৃত্বে নয়টা মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

◾হোমিওপ্যাথির উন্নয়ন প্রচার প্রসারের লক্ষ্যে হ্যানিম্যান ডে উপলক্ষে সারা দেশব্যাপী আলোচনা কর্মসূচি ও তিনটা রেলি ও কয়েকটি ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

◾বিভিন্ন কলেজে ছাত্রছাত্রীদের শিক্ষার অধিকার কলেজ শিক্ষার সংস্কার এর সাত দফা দাবি বাস্তবায়নে কলেজের ছাত্র-ছাত্রীদের ঐক্যবদ্ধ ও মতামত নেওয়া হয়েছে ।

◾হোমিওপ্যাথি শিক্ষা ও চিকিৎসা ব্যবস্থার প্রচার সাধারণ মানুষকে হোমিওপ্যাথিক সম্পর্কে অবহিতকরণ ও বিনামূল্যে চিকিৎসা দেওয়ার লক্ষ্য সারা দেশব্যাপী নয়টা মেডিকেল ক্যাম্পিং এর মাধ্যমে প্রায় 1860 জন রোগীকে  ফ্রি চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।

◾কলেজের ছাত্র-ছাত্রীদের বেতন কমানোর লক্ষে হোমিওপ্যাথিক বোর্ড বরাবর আবেদন প্রদান করা হয়েছে।

◾মেধাবী ও অসহায় ছাত্রছাত্রীদের বেতন কমানোর লক্ষ্যে বিভিন্ন কলেজের ছাত্র ছাত্রীদেরকে ব্যক্তি গতভাবে ও সাংগঠনিকভাবে সহযোগীতা করা হয়েছে।

◾হোমিওপ্যাথিক সমাজের প্রাণের মৌলিক ১১ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ হোমিওপ্যাথিক বোর্ড, স্বাস্থ্য মন্ত্রণালয়, সচিবালয় ও মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।

◾হোমিওপ্যাথিক ডাক্তারদের প্রশাসনিকভাবে হয়রানি জেল জরিমানার প্রতিবাদে বিভিন্ন অঞ্চলে মানববন্ধন করা হয়েছে ডাক্তারদেরকে সাহস ও সহযোগিতা প্রদান করা হয়েছে।

◾সিনিয়র হোমিওপ্যাথিক সিটিজেন দের নিয়ে একটা উপদেষ্টা কমিটি ঘোষণা করা হয়েছে।

◾সংগঠনের এক বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশের সকল রেজিস্টার হোমিওপ্যাথিক ডাক্তারদের মৌলিক অধিকার আদায়ের লক্ষ্যে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম "বাংলাদেশে হোমিওপ্যাথিক চিকিৎসক অধিকার সংগঠন" ঘোষণা করার কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।

তারা চিকিৎসক অধিকার সংগঠন এ কাজ করতে চান যোগাযোগ করুন।

◾হোমিওপ্যাথিক শিক্ষার গুণগত মান বৃদ্ধি ও সচেতনতার জন্য অনলাইন ও অফলাইনে ক্লাস চালু রয়েছে।

◾সাংগঠনিক কাঠামো শক্তিশালী ও যোগ্য নেতৃত্বে বাছাইয়ের লক্ষ্যে নির্বাচন কমিশন গঠন ও ভোটের মাধ্যমে নেতা নির্বাচন করা হয়েছে।

◾সংগঠনের শৃঙ্খলা রক্ষা কর্মকাণ্ড গতিশীল করার লক্ষ্যে একটা শক্তিশালী গঠনতন্ত্র/সংবিধান রয়েছে।

প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানিয়ে সংগঠনটির উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা সভাপতি ডা. আরমান হোসাইন বলেন হোমিওপ্যাথিক সমাজের উন্নয়নে ভবিষ্যতে পরিকল্পিতভাবে বৃহত্তর কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। আগামী দিনগুলো হবে আরো সুন্দর সাফল্যমন্ডিত ও সুখকর। ইনশাআল্লাহ অধিকার ফিরে পাবে সকল হোমিওপ্যাথিক ডাক্তার ও শিক্ষার্থীবৃন্দ।

Next Post Previous Post