উপযুক্ত সূক্ষ্ম মাত্রার পরিমান সম্পর্কে মহাত্মা হ্যানিম্যানের মতামত
ঔষধের উপযুক্ত সূক্ষ্মমাত্রার পরিমাণ সম্পর্কে মহাত্মা হ্যানিমান বলেন ১০০টি অনুবটিকার এক. গ্রেণ ওজন হয় এইরূপ ঔষধ সিক্ত একটি মাত্র শুষ্ক অনুবটিকা জিহ্বার উপর প্রদান করিলে অল্পদিনের পীড়ার পক্ষে যৎপরোনাস্তি অল্পমাত্রা হয়।
তবে যদি এইরূপ একটি মাত্র অনুবটিকা দুগ্ধ শর্করার সহিত গুঁড়া করিয়া কিছু পরিমাণ পানির সহিত মিলিত করিয়া প্রতিবার সেবনের পূর্বে ঔষধটিকে আলোড়ন পূর্বক রোগীকে সেবন করানো হয় তাহা হইলে শুষ্কাবস্থায় ঔষধ সেবন করানো অপেক্ষা ইহা অধিক কার্যকরী হয়।
বহুদিন স্থায়ী ও উগ্র পীড়ায় এইভাবে পানি মিশ্রিত ঔষধ ব্যবহার করা উচিত। তদুপরি তিনি আরও বলিয়াছেন যে, এক ফোঁটা ঔষধ দ্বারা ৫০০টি অনুষটিকা সিক্ত হয় এইরূপ অনুবটিকার একটি মাত্র অনুবটিকাই ক্ষুদ্রতম মাত্রা এবং ক্ষুদ্রতম মাত্রাই বিনা উপদ্রবে পীড়া আরোগ্য করিতে পারে।