হোমিওপ্যাথিক দর্শন
চিকিৎসা দর্শনের যে শাখায় হোমিওপ্যাথিক চিকিৎসার বিষয়বস্তু, নিয়মনীতি, আদর্শ, রোগ প্রতিরোধ ও রোগ আরোগ্যে জীবনীশক্তির কার্যাবলী বর্ণনা, সুস্থ ও অসুস্থ দেহে স্কুল ও সূক্ষ্ম মাত্রা এবং নিম্ন ও উচ্চশক্তি সম্পন্ন ঔষধের ক্রিয়া প্রতিক্রিয়া ব্যাখ্যা, রোগের মৌলিক কারণ অনুসন্ধান, রোগ রোগী ও চিকিৎসকের সম্পর্ক, কিভাবে কখন কোন নিয়মে ঔষধ প্রয়োগ করিলে রোগী নিরুপদ্রবে আরোগ্য লাভ করিবে, ঔষধ, দেহ ও রোগ লক্ষণের একের অপরের সঙ্গে কি সম্পর্ক প্রভৃতি সম্পর্কে জানা যায় তাহাকে হোমিওপ্যাথিক দর্শন বা হোমিওপ্যাথিক ফিলসফি বলে। ইহাতে হোমিওপ্যাথিক অভিজ্ঞতা ও ধ্যানলব্ধ সর্বপ্রকার জ্ঞানের পরস্পর সম্পর্ক সংস্থাপন ও সমন্বয় সাধন করে এবং হোমিওপ্যাথির মূলনীতি ও উপনীতির বিশ্লেষণ, সংশ্লেষণ ও সমালোচনা করিয়া খণ্ড খণ্ড সত্যকে শৃংখলিত করিয়া অখণ্ড সত্যের ধারণা প্রদান করে।