এসএসসি পরীক্ষা শুরু ১৫ সেপ্টেম্বর, এইচএসসি নভেম্বরে


 এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষা ১৫ সেপ্টেম্বর শুরু বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। 

রোববার (১৭ জুলাই) সচিবালয়ে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি। 

আগামী নভেম্বরের শুরুতে এইচএসসি পরীক্ষা শুরু করা হতে পারে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। 

ডা. দীপু মনি বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের বই ২৪ জুলাইয়ের মধ্যে দেওয়া হবে। 

প্রসঙ্গত, এবারের এসএসসি ও সমমানের পরীক্ষা ১৯ জুন শুরু করে ৬ জুলাই শেষ করার কথা ছিল। কিন্তু জুনের মাঝামাঝি সময়ে সিলেট অঞ্চল এবং উত্তরের কয়েকটি জেলায় ভয়াবহ বন্যা কারণে গত ১৭ জুন পরীক্ষা স্থগিতের ঘোষণা দেওয়া হয়।

Next Post Previous Post