২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ২ জনের মৃত্যু
![]() |
ফাইল ছবি |
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত শনিবার সকাল ৮টা থেকে আজ রোববার সকাল ৮টা পর্যন্ত সারা দেশে মোট ডেঙ্গু রোগী শনাক্ত ও ভর্তি হয়েছে ৫৩ জন। এদের মধ্যে ঢাকায় শনাক্ত ও ভর্তি হয় ৩৫ জন এবং ঢাকার বাইরে ১৮ জন। আগের দিন রাজধানী ঢাকায় ভর্তি ছিল ৫৪ জন এবং ঢাকার বাইরে ছিল ৬ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছে ২২২ জন এবং আগের দিন ছিল ২২০ জন। এদের মধ্যে রাজধানীর ৪৭টি সরকারি-বেসরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে চিকিৎসা নিচ্ছে ১৭০ জন এবং বাইরে ৫২ জন। আগের দিন ঢাকায় ছিল ১৭৬ জন এবং বাইরে ৪৪ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে আজ রোববার, ১৭ জুলাই পর্যন্ত মোট রোগী শনাক্ত ও ভর্তি হয় ১ হাজার ৭২৩ জন। এদের মধ্যে রাজধানীতে ভর্তি হয় ১ হাজার ৪৯১ এবং বাইরে ২৩২ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, চলতি বছর মে মাসের ৩১ দিনে মোট রোগী শনাক্ত ও ভর্তি হয়েছিল ১৬৩ জন। জুনের ৩০ দিনে ৭৩৭ জন এবং জুলাই মাসের ১৭ দিনে ৬৩৪ জন। অর্থাৎ জুলাই মাসে গড়ে প্রতিদিন ৩৭ জনের বেশি রোগী শনাক্ত ও ভর্তি হয়েছে। এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট তিনজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে একজন রাজধানীতে এবং দুজন কক্সবাজারে।
কীটতত্ত্ববিদেরা জানিয়েছেন, ঈদের ছুটিতে ডেঙ্গু রোগী সারা দেশে ছড়িয়ে পড়বে। যা আগস্ট-সেপ্টেম্বরে চূড়ান্ত পর্যায়ে উঠবে।