একজন সাধারণ মানুষ ও দার্শনিকের দেখার মধ্যে পার্থক্য
একজন সাধারণ মানুষের দেখা ও একজন দার্শনিকের দেখার মধ্যে প্রচু। পার্থক্য রহিয়াছে। সাধারণ মানুষ শুধু বাহ্যিক দিকটাই দেখেন ও মন্তব্য করেন কিন্তু সাধারণ বাহ্যিক দিক দেখা সর্বদা সত্য হয় না। যেমন অন্ধকার রাতে একখণ্ড দড়িকে সাপের মত দেখা। বাস্তবে ইহার কোন সত্যতা নাই।
অন্যদিকে একজন দার্শনিক শুধু বাহ্যিক দিক দেখিয়াই ক্ষান্ত হন না। তিনি দৃশ্যের অন্তরালে রহস্যের উদ্ঘাটনের চেষ্টা করেন। এই দেখার সাথে জ্ঞান ও প্রজ্ঞার সংযোগ ঘটাইয়া প্ৰকৃত সত্য পাইতে চেষ্টা করেন।