দর্শনের সংজ্ঞা
দর্শনের সংজ্ঞা : যে পুস্তক পাঠ করিলে জ্ঞানার্জনের প্রিয়তা, সৃষ্টিকর্তা এবং তাহার অস্তিত্ব, বিশ্বজগৎ সম্পর্কে ধারণা, জগৎ ও জীবন সম্পর্কে ধারণা, প্রতিটি বিষয় সম্পর্কে যুক্তি ও প্রমাণ, মানবতার প্রতি স্বাভাবিক মূল্যবোধ, ধর্মীয় এবং লৌকিক ও পারলৌকিক সম্পর্কে বিশ্বাস স্থাপন, স্রষ্টা ও সৃষ্টি সম্পর্কে যুক্তি, চিন্তা ও জ্ঞান প্রভৃতি সম্পর্কে জানা যায় তাহাকে দর্শন বা ফিলসফি বলে। খ্যাতনামা কয়েকজন দার্শনিকের সংজ্ঞা নিম্নে উল্লেখ করা গেল।
Plato এর মতে- অন্তরের জ্ঞান লাভ করা ও বস্তুর বিশেষ প্রকৃতি অবগত হওয়াকে দর্শন বলে । (Philosophy aims at a knowledge of the internal of essential nature of things.)
Socrates এর মতে- জ্ঞানানুরাগ ও জ্ঞানানুসন্ধানের নামই দর্শন। (Philosophy is the love of wisdom of persuit of knowledge.)
Kant এর মতে- দর্শন হইল বিজ্ঞান সম্মত জ্ঞান ও জ্ঞানের সমালোচনা। (Philosophy is the science and criticism of Cognition.)
Herbert Spencer এর মতে পূর্ণ সম্বলিত জ্ঞানের নাম দর্শন। (Philosophy is completely unified knowledge.)
সুতরাং সবদিক বিবেচনা পূর্বক আমরা সর্বজনগ্রাহ্য নিম্নরূপ সংজ্ঞা প্রদান করিতে পারি। জীবন ও জগতের সাথে জড়িত বিভিন্ন সমস্যার যুক্তিপূর্ণ ব্যাখ্যা ও সমালোচনাকে দর্শন বলে