পেশাদারিত্ব বজায় রাখতে কর্মক্ষেত্রে ৪ কাজ এড়িয়ে চলুন

কর্মক্ষেত্র হল একটি পেশাদার ক্ষেত্র। আপনার প্রতিটি পদক্ষেপ কর্মক্ষেত্রে আপনার আচরণ নির্ধারণ করে। আপনি নিজেকে কীভাবে উপস্থাপন করছেন এবং সহকর্মীদের সঙ্গে আপনার প্রতিক্রিয়া কেমন সবকিছুই আপনার ব্যক্তিত্ব ফুটিয়ে তোলে।

তবে কিছু নির্দিষ্ট ভুল আছে যা কর্মক্ষেত্রে আপনি একজন অনুপযুক্ত এবং নীতিহীন কর্মচারী হিসেবে চিহ্নিত হবেন।

পেশাদারিত্ব বজায় রাখতে কর্মক্ষেত্রে নিচের কাজগুলো করা থেকে বিরত থাকা উচিত।

সহকর্মীর কথায় ব্যাঘাত না ঘটানো: কখনোই সহকর্মীদের কথা বলার সময় ব্যাঘাত ঘটাবেন না। যখন আপনার পালা আসবে তখনই কথা বলুন। অন্যজন কথা বলার সময় থামিয়ে দিয়ে নিজে কিছু বলবেন না। এতে আপনি একজন অধৈর্যশীল সহকর্মী হিসেবে প্রকাশ পায়। আপনি শিষ্টাচার জানেন না বলে তারা ধরে নেবেন।

দেরিতে উপস্থিতি: কর্মক্ষেত্রে এবং মিটিংয়ে সব সময় দেরি করে আসাটা চরম পর্যায়ের অপেশাদারিত্ব আচরণ। জরুরি বিষয় ছাড়া দেরি করে আসা যাবে না। বাসা থেকে সকাল সকাল বের হতে হবে যাতে নির্ধারিত সময়ের কয়েক মিনিট আগে কর্মক্ষেত্র বা মিটিংয়ে পৌঁছানো যায়।

অভিযোগ দেওয়া থেকে বিরত থাকা: ব্যক্তিগত কোনো বিষয় নিয়ে অফিসে অভিযোগ করা খুবই নিম্নমানের। যা কর্মক্ষেত্রে আপনার অপেশাদারিত্ব প্রকাশ পায়। সহকর্মীরা আপনার সামনে হয়তো কিছু বলবেন না কিন্তু এসব শুনে তারা বিরক্ত হতেই পারেন।

উপযুক্ত পোশাক না পড়া: কর্মক্ষেত্রে প্রফেশনাল এবং সঠিকভাবে পোশাক পড়া উচিত। অফিসে সাধারণ পোশাক পড়ে আসবেন না। অফিসে আপনাকে কেমন দেখায় তা আপনি পাত্তা দেন না বলেই সহকর্মীরা ভেবে নেবেন। ফরমাল পোশাক পড়ে অফিসে আসবেন এবং মাধুর্যহীন চেহারা করে রাখবেন না।

Next Post Previous Post