হোমিও দর্শনের উদ্দেশ্য ও কজ
হোমিও দর্শনের কাজ :
হোমিও দর্শনের উদ্দেশ্য হইল হোমিওপ্যাথির খণ্ড খণ্ড সত্যকে সুসংবদ্ধ ও সুসংহত করিয়া এক অখণ্ড ধারণা দেওয়া এবং হোমিওপ্যাথিক নিয়মনীতি গুলির সংযোজন ও সমন্বয় সাধনই ইহার উদ্দেশ্য।
হোমিও দর্শনের কাজ :
প্রাকৃতিক আরোগ্যের স্বীকার্য সত্যগুলিকে বিচার বিবেচনা ছাড়া হোমিও দর্শন গ্রহণ করে না। সুতরাং সাধারণ লোকের এবং চিকিৎসকের ধারণার সত্যাসত্য নিরূপন করা হোমিও দর্শনের কাজ। প্রাকৃতিক চিকিৎসা বিজ্ঞানের খণ্ড খণ্ড সত্যকে শৃংখলিত করিয়া এক অখণ্ড সত্যের ধারণা দেওয়া, রোগের উৎপত্তি, তাৎপর্য, স্বরূপ এবং রোগারোগ্য সম্ভাবনার যথাযথ ব্যাখ্যা ও মূল্যায়ন করা হোমিও দর্শনের কাজ।