হোমিওপ্যাথিক দর্শনের মূলনীতিসমূহ


হোমিওপ্যাথিক দর্শন কতকগুলি মূলনীতির উপর প্রতিষ্ঠিত। 

নিম্নে নীতিগুলি আলোচনা করা হইল। 

i) কারণ ও কার্যের মধ্যে একটি অনিবার্য সম্পর্ক বিদ্যমান।

ii) প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে।

iii) সদৃশ বিকর্ষণ করে এবং বিসদৃশ আকর্ষণ করে।

iv) শক্তি অবিনশ্বর, ইহার বিনাশ বা ধ্বংস নাই। ইহা শুধু একরূপ হইতে অন্য রূপে পরিবর্তিত হইতে পারে।

v) অসুস্থতা বলিতে জীবনীশক্তির স্বাভাবিক কার্যধারার বিশৃংখলা এবং আরোগা বলিতে বিশৃংখল জীবনীশক্তির শৃংখলা আনয়ন বুঝায় ঔষধ কার্যকরী হয় না ।

vi) জীবনীশক্তির সাহায্য ও সহযোগীতা ছাড়া কোন

vii) জীবনীশক্তি সুক্ষ্ম, অতীন্দ্রিয়, গতিশীল। সুতরাং রোগ শক্তি ও ঔষধ শক্তি অনুরূপ গুণসম্পন্ন ও পরস্পর ভিন্ন জাতীয় হইতে হইবে।

viii) সূক্ষ্মমাত্রার ঔষধের ক্রিয়া মৃদু ও প্রতিক্রিয়াহীন, স্কুল মাত্রা ঔষধের ক্রিয়া তীব্র ও প্রতিক্রিয়াশীল।

ix) কোন ভেষজ সুস্থদেহে যে প্রতিক্রিয়া সৃষ্টি করে, প্রাকৃতিক কারণে সৃষ্ট অনুরূপ লক্ষণে উহাই তাহার প্রকৃত ঔষধ।

x) চিকিৎসার জন্য দৈহিক ও মানসিক উভয় প্রকার লক্ষণের মূল্য আছে। 

xi) রোগের মৌলিক কারণ দূরীভূত না হইলে রোগ সম্পূর্ণরূপে আরোগ্য হয় না।

Next Post Previous Post