ডা. হ্যানিম্যানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বগুড়ায় আলোচনা সভা অনুষ্ঠিত
শনিবার (২ জুলাই) হোমিওপ্যাথি চিকিৎসাবিজ্ঞানের আবিষ্কারক ডা. ক্রিস্টিয়ান ফ্রিডরিখ স্যামুয়েল হ্যানিম্যানের মৃত্যুবার্ষিকী-২০২২ উপলক্ষে বগুড়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের উদ্যোগে কলেজ গ্যালারিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বগুড়া হোমিওপ্যাথি মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডাঃ এস.এম.মিল্লাত হোসেন।
এসময় কলেজের শিক্ষক, চিকিৎসক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
একনজরে- ডা. হ্যানিম্যান। জন্ম ১০ এপ্রিল, ১৭৫৫, মৃত্যু২ জুলাই, ১৮৪৩
উল্লেখ্য - জার্মানির এই বিখ্যাত চিকিৎসক ১৮৩৫ সালের জুন মাসে জার্মানি ছেড়ে প্যারিসে বসবাস শুরু করেন। ১৮৪৩ সালের আজকের এই দিনে তিনি প্যারিসে মৃত্যুবরণ করেন।