দর্শনের উৎপত্তি

দর্শনের উৎপত্তি- 

সৃষ্টির পর হইতেই মানবজীবন সমস্যায় পরিপূর্ণ । সভ্যতা বিকাশের সাথে সাথে মানুষের সমস্যা দিন দিন জটিল হইতে জটিলতর হইতেছে । অজস্র সমস্যা সত্বেও মানুষ সমস্যার বেড়াজাল হইতে মুক্ত হইয়া সুন্দরভাবে জীবনযাপন করিতে তৎপর। সকল সমস্যার সমাধান হোক মানুষ এটা চায়। কিন্তু সকল সমস্যার সমাধান মানুষ পায় না। জটিল সমস্যা সমাধানে ব্যর্থ মানুষের মনে নানা প্রশ্নের উদয় হয়। যেমন-সৃষ্টিকর্তা এবং তাঁহার অস্তিত্ব, সৃষ্টির পূর্বে আমরা কোথায় ছিলাম, স্রষ্টা ও সৃষ্টি সম্পর্কে জানা, আত্মা কি, আমি কি, জড়বাদ, ধর্মীয় মতবাদ, পৃথিবীতে কেন আমরা আসিয়াছি, মৃত্যুর পর কোথায় যাইব, সুখ দুঃখ কেন আসে এই সকল অন্তহীন জিজ্ঞাসার উত্তর দেওয়ার প্রচেষ্টায় সবকিছুর জ্ঞান অন্বেষণ ও অনুশীলন হইতেই দর্শনের উদ্ভব ঘটিয়াছে।

Next Post Previous Post