আগামীকাল থেকে এলাকাভিত্তিক লোডশেডিং শুরু

প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী বলেছেন, আগামীকাল মঙ্গলবার থেকে শিডিউল অনুযায়ী এলাকাভিত্তিক লোডশেডিংয়ের মাধ্যমে বিদ্যুৎ বিতরণ করা হবে। এছাড়া জ্বালানি তেলের লোকসান কমাতে ডিজেলভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলো বন্ধ রাখা হবে। সোমবার (১৮ জুলাই) দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক বৈঠক অনুষ্ঠানে তিনি একথা জানান।

এসময় বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ জানান, এখন থেকে সপ্তাহে একদিন পেট্রোল পাম্প বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। জ্বালানি তেলের লোকসান কমাতে এমন উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

এছাড়া, আগামীকাল থেকে এলাকাভিত্তিক লোডশেডিং শুরু হবে। যেসব এলাকায় লোডশেডিং থাকবে তা আগে থেকেই গ্রাহকদের জানিয়ে দেয়া হবে। দিনে অন্তত এক থেকে দুই ঘণ্টা লোডশেডিং থাকবে বলেও জানান তিনি।

বৈঠকে সরকারি-বেসরকারি অফিসের কর্মঘণ্টা কমিয়ে আনার বিষয়ে সিদ্ধান্ত হতে পারে বলেও জানান প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা। এছাড়া রাত আটটার পর থেকে দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ বাস্তবায়নের কথাও বলেন তৌফিক-ই-ইলাহী চৌধুরী। আর, সরকারি-বেসরকারি মিটিংগুলো ভার্চুয়ালি করার পরামর্শ দেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী।

সভায় আরো উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব আহমেদ কায়কাউস, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব তোফাজ্জল হোসেন।

Next Post Previous Post