অভিষেকেই গ্লিসনের বাজিমাত, চাপের মুখে জাদেজার লড়াই

 

ইংল্যান্ডের তৃতীয় বয়স্ক খেলোয়াড় হিসেবে ৩৪ বছর ২১৯ দিন বয়সে টি-টোয়েন্টি অভিষেক হয়েছে রিচার্ড গ্লিসনের। আর অভিষেকেই ভারতের ব্যাটারদের কঠিন পরীক্ষা নিয়েছেন এ ডানহাতি পেসার। তার তোপে পড়ে শেষ হয়ে যায় ভারতের বড় সংগ্রহের আশা।

বার্মিংহাম তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে গ্লিসনের আগুনে বোলিংয়ের পর লড়াই করেছেন রবিন্দ্র জাদেজা। তার ২৯ বলে ৪৬ রানের অপরাজিত ইনিংসের সুবাদে ৮ উইকেটে ১৭০ রান করতে পেরেছে ভারত। অর্থাৎ ১৭১ রান করলেই সিরিজে সমতা ফেরাবে স্বাগতিক ইংল্যান্ড।

Next Post Previous Post