দর্শনের উদ্দেশ্য ও লক্ষ্য

 দর্শনের উদ্দেশ্য ও লক্ষ্য : 

দর্শনের মূল লক্ষ্য জ্ঞানের অন্বেষণ যাহা দ্বারা বিশ্বজগতকে চেনা ও বোঝা যায়। জীবনের সমালোচনা ও পর্যালোচনাই দর্শন। তাই পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় তথা সমগ্র মানব জীবনের বিভিন্ন স্তরের মানুষের প্রকৃতি সমালোচনাই ইহার উদ্দেশ্য।

 দর্শন সমগ্র বিশ্ব সম্বন্ধে সংগত ধারণা লাভে ও সকল বিরোধ অবসানে যথার্থ জ্ঞান লাভের প্রচেষ্টা চালায়। বিশ্ব জগতের সৃষ্টি, আধ্যাত্মিক, ইহলৌকিক, পারলৌকিক, সৃষ্টিকর্তা ও তাঁহার অস্তিত্ব, তাঁহার সান্নিধ্যলাভ, তাঁহাকে বুঝা ও চেনার উপায়, আত্মা সম্বন্ধে ধারণা লাভ, জড়বাদ, ধর্মীয় মতবাদ, সকল প্রকারের যুক্তিতর্ক, সবকিছুর জ্ঞান অন্বেষণ ও অনুশীলন এবং মানবতাবাদকে ভালবাসার উপায় সম্বন্ধে শিক্ষা দান করা দর্শনের মূল লক্ষ্য।

Next Post Previous Post