লাঙ্গলকোটে নবীন বরণ ও চিকিৎসকদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে কর্মশালা অনুষ্ঠিত
নাঙ্গলকোট হাজী বাদশা-আমেনা হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের সভাপতি নাঙ্গলকোট উপজেলা নির্বাহী অফিসার মোঃ রায়হান মেহেবুবের সভাপতিত্বে শনিবার (১৬ জুলাই) সকাল সাড়ে ৮ টায় কলেজ ক্যাম্পাসে নবীন বরণ ও হোমিওপ্যাথিক চিকিৎসকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ডের মাননীয় চেয়ারম্যান ডা. দিলীপ কুমার রায় স্যার।
প্রধান আলোচক হিসেবে আলোচনা রাখছেন বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ডের রেজিস্ট্রার-কাম-সেক্রেটারী ডা. মোঃ জাহাঙ্গীর আলম স্যার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. মোঃ ফজলুল হক ছিদ্দিকি বিভাগীয় সদস্য, বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ড, জনাব সাইফ উদ্দীন আলমগীর সেসমান, মৌকরা ইউনিয়ন পরিষদ, ডা. মোঃ মোবাশ্বের আলী খাদেম বাবু সদস্য, বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ড, ডা. মোঃ সাইফুল ইসলাম অধ্যক্ষ, হ্যানিমান হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতল, কুমিল্লা, ডা.তারিকুজ্জামান শোহেল, সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ড, ডা. মোঃ ফখরুল ইসলাম অধ্যক্ষ, লক্ষ্মীপুর রোকেয়া এন ইসলাম হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল, ডা. মোঃ তামজিদ হোসেন, অধ্যক্ষ চাঁদপুর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল, রোটা, ডা. মোঃ আবদুছ ছাত্তার ভূঁইয়া,প্রভাষক, হ্যানিমান হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল, ডা. মোঃ আশরাফুল হক, প্রভাষক, সাভার হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল, ডা. মোঃ নাজমুল হাসান (এম.ফিল). জীব প্রযুক্তি, ঢা.বি, এম. এস-মাইক্রোবায়োল।এসময় অত্র কলেজের শিক্ষক, চিকিৎসক, কর্মকর্তা কর্মচারী, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।