জাতীয় ঈদগাহে প্রধান জামাত সকাল ৮টায়
সংগ্রাম অনলাইন ডেস্ক: দুই বছর পর কোরবানির ঈদের প্রধান জামাত এবার ফিরছে জাতীয় ঈদগাহে; কোভিড সংক্রমণ নতুন করে বাড়তে থাকায় সবাইকে মানতে হবে কিছু স্বাস্থ্যবিধি।
ঢাকার
জাতীয় ঈদগাহ ময়দানে ঈদুল আজহার প্রধান জামাত শুরু হবে রোববার সকাল ৮টায়।
মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, রাজনীতিবিদ, কূটনীতিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার
মানুষ সেই জামাতে নামাজ পড়বেন ঈদের সকালে।
মহামারীর
কারণে গত দুই বছর চারটি ঈদে ঈদগাহ ছিল আয়োজনশূন্য। কোভিডবিধির কড়াকড়িতে ঈদ জামাত
সীমিত ছিল চার দেয়ালের ভেতর, কোলাকুলিতেও ছিল মানা।
সংক্রমণ
কমে আসায় এবার রোজার ঈদে উৎসবের পুরনো মেজাজ ফেরে, মে মাসে রোজার ঈদের প্রধান
জামাত জাতীয় ঈদগাহেই হয়। তার ধারাবাহিকতায় কোরবানির ঈদের প্রধান জামাতও সেখানে
হচ্ছে।
ইতোমধ্যে
ঈদ জামাতের জন্য সম্পূর্ণ প্রস্তুত করা হয়েছে হাই কোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ মাঠ।
সেখানে একসঙ্গে প্রায় ৩৫ হাজার মানুষের নামাজ পড়ার ব্যবস্থা করেছে ঢাকা দক্ষিণ
সিটি করপোরেশন।
প্রধান
ঈদ জামাত ঘিরে নিরাপত্তার বন্দোবস্তুও সারা হয়েছে। আইন-শৃঙ্খলা বাহিনীর শীর্ষ
কর্মকর্তারা নিরাপত্তার আয়োজন পর্য়বেক্ষণ করে আশ্বস্ত করেছেন।
অবশ্য
একটি ‘যদি’ থাকছে, সেটা বৃষ্টি। ধর্ম মন্ত্রণালয়
জানিয়েছে, আবহাওয়া অনুকূলে না থাকলে বা অন্য কোনো কারণে জাতীয় ঈদগাহে জামাত না
হলে তা বায়তুল মোকাররম মসজিদে হবে সকাল সাড়ে ৮টায়।
ইসলামিক
ফাউন্ডেশন জানিয়েছে, প্রতিবছরের মত এবারও ঈদুল আজহার দিনে পাঁচটি জামাত হবে ঢাকায়
বায়তুল মোকাররম জাতীয় মসজিদে।
আষাঢ়ের
শেষ সময়ে হতে যাওয়া এবারের কোরবানি ঈদের দিন ভারি বর্ষণের শঙ্কা নেই বলে জানাচ্ছে
আবহাওয়া অধিদপ্তর; তবে দিনের যে কোনো সময় বিক্ষিপ্ত হালকা বৃষ্টি হওয়ার আভাস
রয়েছে।
মহামারীর
কারণে গত দুই বছর কোরবানির ঈদে কিশোরগঞ্জের শোলাকিয়া মাঠে ঈদ জামাত হয়নি। আগে এ
মাঠেই দেশের সর্ববৃহৎ ঈদ জামাতের আয়োজন হত।
এবার
১৯৫তম ঈদুল আজহার জামাতের জন্য প্রস্তুত করা হয়েছে শোলাকিয়া ঈদগাহ ময়দান। সকাল
৯টায় এ জামাতে ইমামতি করবেন মাওলানা ফরীদ উদ্দীন মাসঊদ।
কিশোরগঞ্জের
জেলা প্রশাসক ও শোলাকিয়া ঈদগাহ পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ শামীম আলম বলেছেন,
জায়নামাজ ছাড়া ঈদগাহে কিছু আনা যাবে না। ব্যাগ, মোবাইল ফোন বা ছাতাও না।
আর
কোভিড সংক্রমণ যেহেতু কিছুটা বেড়েছে, ঈদের নামাজে সবাইকে মাস্ক পরার পাশাপাশি
স্বাস্থ্যবিধি মানতে হবে বলে জানিয়েছেন তিনি।
ঈদের
এই জামাতে যাতায়াতের সুবিধার জন্য বরাবরের মতই শোলাকিয়া স্পেশাল নামে দুটি বিশেষ
ট্রেনের ব্যবস্থা করেছে রেল কর্তৃপক্ষ।
সবচেয়ে
বড় ঈদ জামাত আয়োজনে কয়েক বছর ধরে শোলাকিয়ার সঙ্গে পাল্লা দিয়ে যাচ্ছে দিনাজপুর
গোর-এ-শহীদ বড় ময়দান। আয়োজকদের দাবি, প্রায় ২২ একর আয়তনের এ মাঠে পাঁচ থেকে ছয় লাখ
মানুষ সেখানে একসঙ্গে নামাজ পড়তে পারেন। সকাল সাড়ে ৮টায় সেখানে কোরবানির ঈদের
জামাত হবে।
ঈদের
নামাজে লাগবে মাস্ক
কোভিড
সংক্রমণ ঠেকাতে ধর্ম মন্ত্রণালয় এবারের ঈদ জামাতে স্বাস্থ্যবিধির কিছু কড়াকড়ি
ফিরিয়ে এনেছে। ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশনায় বলা হয়েছে-
>>
প্রত্যেককে নিজ নিজ বাসা থেকে ওযু করে ঈদগাহে বা মসজিদে আসতে হবে।
>>
করোনাভাইরাসের সংক্রমণ রোধ নিশ্চিত করতে মসজিদ বা ঈদগাহের ওযুখানায় সাবান বা
হ্যান্ড স্যানিটাইজার রাখতে হবে।
>>
ঈদের জামায়াতে অবশ্যই মাস্ক পরে মসজিদে আসতে হবে। জায়নামাজ ও টুপি নিয়ে আসতে হবে
বাসা থেকে।
>>
ঈদের নামাজ পড়ার সময় কাতারে দাঁড়ানোর ক্ষেত্রে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি
অনুসরণ করতে হবে এবং এক কাতার অন্তর অন্তর কাতার করতে হবে।
শিশু,
বয়োবৃদ্ধ, অসুস্থ ব্যক্তি এবং অসুস্থদের সেবায় নিয়োজিত ব্যক্তিদের ঈদ জামাতে অংশ
নেওয়া থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
বায়তুল
মোকাররমে ৫ জামাত
রোববার
সকাল ৭টায় ঢাকায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ঈদের প্রথম জামাত হবে। তাতে ইমামতি
করবেন বায়তুল মোকাররমের সিনিয়র পেশ ইমাম হাফেজ মুফতি মাওলানা মিজানুর রহমান।
এরপর
সকাল ৮টা, ৯টা, ১০টা, এবং পৌনে ১১টায় আরও চারটি জামাত হবে সেখানে। এছাড়া ঢাকার সব
মসজিদেও এক বা একাধিক ঈদ জামাতের ব্যবস্থা থাকছে।