বন্যা কবলিতদের পাশে দাড়িয়েছে হোমিওপ্যাথিক বিভিন্ন সংগঠন
অবিরাম বর্ষণ ও উজান থেকে নেমে আসা ঢলের কারণে স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে পড়ে সিলেট ও সুনামগঞ্জ বাসী।
সিলেট সুনামগঞ্জে এবারের ভয়াবহ বন্যায় বিপাকে পড়া মানুষের পাশে দাঁড়িয়েছে দেশের বিভিন্ন প্রান্তের ব্যক্তি ও প্রতিষ্ঠান। বন্যাকবলিত এলাকার অসহায় মানুষের দিকে সহায়তার হাত বাড়িয়ে দেয় বিভিন্ন এলাকা থেকে ছুটে আসা আসংখ্য সেচ্ছাসেবী।
পাশাপাশি এই বন্যা কবলিত মানুষের মাঝে চিকিৎসা সহায়তার হাত বাড়িয়ে দেয় দেশের হোমিওপ্যাথির বিভিন্ন সংগঠন।
বাংলাদেশ হোমিওপ্যাথিক পরিষদ সিলেট বিভাগের বন্যার্ত অসহায় মানুষদের মাঝে ত্রাণ সামগ্রী ও অর্থ বিতরণ করে। সংগঠন টির সিলেট বিভাগ ও কেন্দ্রীয় কমিটি ব্যাবস্থাপনায় ও ঢাকা জেলা শাখার সহযোগীতায়
গত ২৭ জুন দক্ষিন সুনামগঞ্জের পাইকাপন দরগাপাশা ও এর আশেপাশের এলাকায় ত্রাণ সামগ্রী ও অর্থ বিতরণ করে।
এদিকে হোমিওপ্যাথিক স্টাডি এন্ড রিসার্চ ফাউন্ডেশন (HSRF) বন্যাদূর্গতদের সহায়তায় ফ্রি হোমিওপ্যাথিক মেডিকেল ক্যাম্প পরিচালনা করে।
শুরুতে এই সংঘটন টি সিলেট এবং সুনামগঞ্জ জেলায় বানভাসি মানুষের চিকিৎসা সহায়তায় এগিয়ে আসে। এরপর ২য় ধাপে কুড়িগ্রাম ও রৌমারীর বন্যাদূর্গতদের সহায়তায় ফ্রি হোমিওপ্যাথিক মেডিকেল ক্যাম্প পরিচালনা করে।
এছাড়াও বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ছাত্র সংসদের পক্ষ থেকে সুনামগঞ্জের জামালগঞ্জ এলাকার বন্যাদূর্গতদের সহায়তায় চিকিৎসা ও ত্রাণ সহযোগিতা করা হয়।
এরবাইরেও আরো বেশ কয়েকজন হোমিওপ্যাথক ডাক্তার ও হোমিওপ্যাথিক প্রতিষ্ঠান বনাকবলিত মানুষের পাসে সাধ্যমত চিকিৎসা সহায়তা প্রদান করে।