বিয়াম ফাউন্ডেশন কর্তৃক হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের ৪০ জন অধ্যক্ষ’কে প্রশিক্ষণ প্রদান

 


বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ডের উদ্যোগে সরকারের আর্থিক সহায়তায় বাংলাদেশ ইন্সটিটিউট অব এডমিনিস্ট্রেশন এন্ড ম্যানেজম্যান্ট (বিয়াম) ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত স্বীকৃতিপ্রাপ্ত বেসরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল সমূহের অধ্যক্ষ/ভারপ্রাপ্ত  অধ্যক্ষগনের প্রশাসনিক ও আর্থিক ব্যবস্হাপনা কাজের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে " অফিস ও ফিনানশিয়াল ম্যানেজম্যান্ট " শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
কোর্সের প্রথম ব্যাচের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব ( প্রশাসন) জনাব মোঃ শাহ আলম, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ডের চেয়ারম্যান জনাব ডাঃ দিলীপ কুমার রায়। সভাপতিত্ব করেন বিয়াম ফাউন্ডেশনের পরিচালক ( প্রশিক্ষণ) ও যুগ্ম সচিব জনাব মোঃ আবদুল মালেক। 

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব ও বিয়াম ফাউন্ডেশনের মহাপরিচালক জনাব আবদুল্লাহ আল হাসান চৌধুরী, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন  বাংলাদেশ সরকারের স্বাস্থ্য শিক্ষা বিভাগের উপসচিব নাসরিন পারভীন, বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ডের রেজিস্ট্রার-কাম-সেক্রেটারী ডা. মোঃ জাহাঙ্গীর আলম, হোমিওপ্যাথি বোর্ডের প্যানেল চেয়ারম্যান ও বোর্ড সদস্য ডাঃ আশিষ সংকর নিয়োগি।

সভাপতিত্ব করেন বিয়াম ফাউন্ডেশনের পরিচালক (প্রশিক্ষণ) ও যুগ্ম সচিব জনাব মোঃ আবদুল মালেক।

উল্লেখ্য যে, প্রথম ব্যাচে ৪০(চল্লিশ) জন অধ্যক্ষ/ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রশিক্ষণ গ্রহন করেছেন।

Next Post Previous Post