যিনি রেপার্টরি ব্যবহার করে না সে নিজে ঠকে ও অন্যকেও ঠকায়
ডাক্তার ফারুকী স্যার আজ বুধবার (২০ জুলাই) সকাল ৯টা নাগাদ বাংলাদেশের ক্লাসিক্যাল হোমিওপ্যাথির ধারক ও বাহকদের অন্যতম হোমিওপ্যাথিক চিকিৎসক আলহাজ্ব সাওকাত আলী ভূইয়া স্যার’কে দেখতে যান।
এসময় স্যারের সাথে ছিলেন হোমিওপ্যাথির সাধক ডাঃ এ. কে. এম শহীদ উল্লাহ স্যার ও ডাঃ মোঃ দেলোয়ার হোসেনসহ আরও কয়েকজন ডাক্তার ।
সাওকাত আলী ভূইয়া স্যারের বয়স ৮০ বছরের বেশি। তিনি বার্ধক্য জনিত কারনে দীর্ঘদিন যাবত অসুস্থ। অনেক দিন পর ওনার সাথে দেখা হওয়ায় ডাক্তার ফারুকী স্যার বর্তমান হোমিওপ্যাথির বেশকিছু বিষয় নিয়ে ওনার সাথে আলোচনা করেন।
আলোচনার এক পর্যায়ে ওনার কাছে ডাক্তার ফারুকী স্যার জানতে চাইলেম হোমিওপ্যাথিতে রেপার্টরির প্রয়োজনীয়তা কি?
জবাবে আলহাজ্ব ডাঃ সাওকাত আলী ভূইয়া স্যার বললেন, “যিনি রেপার্টরি ব্যবহার করে না সে নিজে ঠকে ও অন্যকে ঠকায়”।
ডাক্তার ফারুকী স্যারের পোস্ট নিন্মে তুলে ধরা হলো।