Homoeo school of philosophy
School of Philosophy বলিতে আমরা বুঝি, School অর্থ বিদ্যালয়, Philosophy অর্থ দর্শন। অর্থাৎ দর্শনের বিদ্যালয় । Homoeo school of philosophy অর্থাৎ হোমিও চিকিৎসার নীতি ও পদ্ধতি।
যে পুস্তক পাঠ করলে হোমিওপ্যাথিক দর্শনের নিয়ম, নীতি, পদ্ধতি এবং হোমিও চিকিৎসা আবিষ্কারের পূর্বের চিকিৎসা পদ্ধতি, হোমিওপ্যাথি আবিষ্কার হওয়ার পরের চিকিৎসা পদ্ধতি ও নীতি এবং হোমিও দর্শন সম্পর্কে জানা যায় তাহাকে Homoeo school of philosophy বলে।