ক্ল্যাসিকাল প্লাস হোমিওপ্যাথিক সফটওয়্যার এখন আরো সহজলভ্য
বাংলা ও ইংরেজি ভাষায় ডেভলপকৃত হোমিওপ্যাথিক সফটওয়্যার ক্ল্যাসিকাল প্লাস। যা অন-লাইন ও অফ-লাইন উভয় প্লাটফর্মে ব্যবহার উপযোগী। আপাতত অন-লাইন ভার্সনটি মোবাইলে, ডেক্সটপ ও ল্যাপটপে ইন্টারনেট কানেক্ট করে ব্যবহার করা যাচ্ছে। তবে অফ লাইন ভার্সনটি বের হতে আরো কিছুদিন সময় লাগবে।
সফটওয়্যারটির অন্যতম গুরুত্বপূর্ণ আকর্ষণীয় দিক হলো- এতে কেন্ট, সিনথিসিস, রবিন মরফি’সহ অন্যান্য বিখ্যাত সব রেপার্টরি ব্যবহৃত হয়েছে। এরটি সার্চ অপশন খুব সহজ করা। ইউজার ফেন্ডলি সফটওয়ারটি ফ্রি রেজিস্ট্রেশন করে যে কেউ ব্যবহার শুরু করতে পারেন। ৩০ দিন পর প্রতি মাসে ১০০ টাকা চার্জ প্রযোজ্য।
যোগাযোগ :
ডাক্তার মো: জয়নাল আবেদীন, ডিএইএমএস (বিএইচবি) ঢাকা।
মোবাইল : 01716191211 (হোয়াটসঅ্যাপ)
Email : joynal.1968@gmail.com